এক্সক্লুসিভ

রাজেন্দ্রিয়ানদের ভালোবাসার একটি সন্ধ্যা

স্টাফ রিপোর্টার

১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ৮:১০ পূর্বাহ্ন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজভিত্তিক ভার্চুয়াল গ্রুপ ‘শতবর্ষী রাজেন্দ্র কলেজ: আমার ভালোবাসা’ আরো একটি মাইলফলক স্পর্শ করলো। এই কলেজে অধ্যায়ন করা সাবেক শিক্ষার্থীদের সন্তানরা, যারা ২০১৯ সালে পিইসি এবং জেএসসিতে কৃতীত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে পুরস্কৃত করেছে এই গ্রুপটি। ১৭ই জানুয়ারি মোহাম্মদপুর সরকারি মডেল কলেজ মিলনায়তনে এসব কৃতী শিক্ষার্থীর পৃষ্ঠা ২০ কলাম ৪
হাতে সম্মাননা ক্রেস্ট, উপহার হিসেবে বই ও ফুলের তোড়া তুলে দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয়। এতে সন্তানদের নিয়ে উপস্থিত হন কয়েকশ’ পিতা-মাতা। ফলে পুরো অনুষ্ঠানে যেমন সন্তানদের উৎসাহিত করার জন্য তারা গর্বিত হয়েছেন, তেমনি সতীর্থদের সঙ্গে অনেকদিন পর সাক্ষাৎ হওয়ার পর তারা আপ্লুত হয়েছেন। গ্রুপটির প্রতিষ্ঠাতা সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক ড. রানা চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন বক্তব্যে। তাদের সঙ্গে ছবি তুলে বুকের কাছে টেনে নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদেরকে উৎসাহিত করতে পেরে আমরা আনন্দিত, গর্বিত। তার চেয়ে বড় কথা আমার ছাত্রছাত্রীদের সন্তানদের এই পুরস্কার দিতে পেরে আমি আরো বেশি আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত কীর্তিমান রাজেন্দ্রিয়ানবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status