খেলা

পাকিস্তান সফরে যাবেন না মুশফিক

তামিমের ইনজুরি, রিয়াদের জ্বর

স্পোর্টস রিপোর্টার

১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ৯:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। দুই বোর্ড প্রধান দুবাইয়ে বসে সব অনিশ্চয়তা দূর করেছেন। এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল ঘোষণা করেছে। বাকি শুধু বাংলাদেশের দল ঘোষণা। জানা গেছে, দল প্রায় চূড়ান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি অনুমোদন দিলে ঘোষণা হতে পারে আজ। সবকিছু ঠিক থাকলে ২২শে জানুয়ারি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। কেমন হবে দল, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন অভিজ্ঞ দলই পাঠাবেন তারা। কিন্তু অভিজ্ঞ দল তৈরিতে সামনে এসেছে নানা জটিলতা। এরই মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা উইকেটকিপার-ব্যাটসম্যান নির্বাচকদের ফোন করে তাকে দলে না রাখতে অনুরোধ জানিয়েছেন। শোনা যাচ্ছে, তামিম ইকবালও আছেন কিছুটা ইনজুরিতে। কুঁচকিতে টান। স্ক্যান করানো হয়েছিল আগেই, যদিও তিনি ব্যথা নিয়েই খেলেছেন বঙ্গবন্ধু বিপিএলে। অন্যদিকে ভাইরাস জ্বরে ভুগছেন মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও আশা করা হচ্ছে, সফরে যাওয়ার আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। দল নিয়ে নির্বাচক হাবিবুল বাশার দৈনিক মানবজমিনকে বলেন, ‘সেরা দল তৈরি করাই লক্ষ্য। হ্যাঁ, কিছু সমস্যা আছে। আজ আমরা এটি চূড়ান্ত করবো। মুশফিক প্রধান নির্বাচককে ফোন দিয়ে দলে না রাখার জন্য অনুরোধ জানিয়েছে। আমরা তাকে লিখিতভাবে তা জানাতে বলেছি। তবে সে চিঠি দিয়েছে কিনা তা জানি না।’
লিটন কুমার দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাঈম শেখ, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেনরা দলে থাকছেন অনেকটাই নিশ্চিত। সেই সঙ্গে বিপিএল-এ দারুণ পারফরম্যান্স করা পেসার মেহেদী হাসান রানা ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান আছেন বিবেচনায়। যদিও তাদের এখানো নিশ্চিত করা হয়নি। তরুণদের নিয়ে কোনো সমস্যা না থাকলেও আসল চিন্তা মুশফিক, তামিম ও মাহমদুল্লাহকে নিয়ে। এই তিনজন ছাড়া পাকিস্তানের বিপক্ষে তরুণ দলের চাপ সামলানো কঠিন, তা সবারই জানা। এখন পর্যন্ত অনেকটাই নিশ্চিত যে মুশফিক যাচ্ছেন না। এর আগে আসন্ন পাকিস্তান ক্রিকেট লীগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটেও নিজের নাম দেননি মুশফিক।

মাহমুল্লাহ ভারত সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে বাংলাদেশ জয় পায়। সিরিজ জয়েরও আশা জাগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস গড়া হয়নি। বিসিবি চাইছে এই অভিজ্ঞ ক্রিকেটারের কাঁধেই দলের নেতৃত্ব তুলে দিতে। কিন্তু মাহমুদুল্লাহর জ্বরে ভাবনায় পড়ে গেছে বিসিবি। বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী আশা করছেন পাকিস্তান সফরের আগেই রিয়াদ সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, ‘রিয়াদের হঠাৎ করেই ভাইরাস জ্বর। চিন্তার কিছু নেই। বাংলাদেশ দল সম্ভবত ২২শে জানুয়ারি যাবে। আমার মনে হয় তার আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন।’

তামিমের চোট নিয়ে দেবাশিষ চৌধুরী বলেন, ‘ওর কুঁচকিতে টান ছিল। আমরা সেটি স্ক্যান করিয়েছি। যদিও সেখানে কিছুই ধরা পড়েনি। হালকা ইনজুরি থাকলেও সেটি নিয়েও (তামিম) বিপিএলে খেলেছেন। আর এখন তো খেলা নেই, তাই ওকে আমরা সময় নিয়ে দেখছি। আমার মনে হয় না ওর পাকিস্তান না যাওয়ার কোনো কারণ আছে।’ এর আগে জানা গিয়েছিল সাইফুদ্দিনকে পাকিস্তান সফরের জন্য ফিট করে তোলা হচ্ছে। তাকে নিয়ে বিসিবির চিকিৎসক বলেন, ‘আসলে ওর এখন আর কোনো ইনজুরি সমস্যা নেই। তাই ওকে আমরা ফিট করছি। যদি সুযোগ থাকে পাকিস্তান সফরে যাবে। সেটি যে টি-টোয়েন্টিই হতে হবে এমন নয়। সামনে টেস্ট আছে, ওয়ানডেও খেলবে। সেখানেও হতে পারে। তবে ওকে নিয়ে আমরা তাড়াহুড়ো করছি তাও নয়!’
যতটা জানা গেছে, তামিম ও মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত এই সফরে যাচ্ছেন। মুশফিক যাচ্ছেন না। তাই বলে যে টেস্টে খেলতে যাবেন না মুশফিক, তা নয়। হয়তো সেটিতে যাবেন এমনটাই ধারণা করা হচ্ছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status