বাংলারজমিন

ধামইরহাটে সরকারি ৭ অফিসে চুরির ঘটনায় আটক ৮

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ৮:৪৩ পূর্বাহ্ন

নওগাঁর ধামইরহাটে সরকারি ৭ অফিসে চুরি ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের পল্লী বোর্ডের গ্রাম সংগঠক মো. মামুনুর রশিদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের সরকারি ৭টি অফিসে চুরি সংঘটিত হয়। চোরেরা অফিসগুলোর জানালার গ্রিল, দরজার তালা ও হুক ভেঙে অফিসের প্রবেশ করে আলমারি ও ফাইল ক্যাবিনেটের তালা ভেঙে নগদ টাকাসহ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ ৮ জনকে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার বৈদ্যবাটি গ্রামের আশরাফ আলীর ছেলে নয়ন হোসেন (৩০), কাশিপুর গ্রামের আলমগীর হোসেন (২৪), মহাদেবপুর উপজেলার মহিনগর গ্রামের আবদুল হামিদ (৩০), মঙ্গলকোঠা গ্রামের শ্রী পলাশ চন্দ্র (৩৫), ভাতকুণ্ড গ্রামের খাইরুল ইসলাম (৪০), দক্ষিণ চকযদু গ্রামের ইউসুফ হোসেন (২২), চকমহেশ গ্রামের আমজাদ হোসেন (৩২), চকচণ্ডী গ্রামের মহব্বত হোসেন (৩৫)। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার বলেন, মামলা প্রেক্ষিতে ৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন বিভিন্ন অফিসের নৈশপ্রহরী হিসেবে ওই দিন কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status