বিনোদন

বার্লিনাল ট্যালেন্টসে বাংলাদেশের সাদিয়া

স্টাফ রিপোর্টার

১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৫:৩০ পূর্বাহ্ন

বার্লিনাল ট্যালেন্টস, বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটা স্বপ্নের জায়গা। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের গুরুত্বপূর্ণ অংশ এই বার্লিনাল ট্যালেন্ট ক্যাম্পাস। আগামী ২০ শে  ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ পর্যন্ত চলবে ৭০তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এ বছর বিশ্বের ৮৬টি দেশের ২২৫ জন চলচ্চিত্রকর্মী সুযোগ পেয়েছেন এই কর্মশালায় অংশ নেওয়ার জন্য। তাঁরই ভেতর একজন সাদিয়া খালিদ। তিনিই প্রথম বাংলাদেশি হয়ে ‘চলচ্চিত্র সমালোচনা’ বিভাগে আন্তর্জাতিক এই আয়োজনের দেশের প্রতিনিধিত্ব করবেন। চলচ্চিত্র সমালোচক হিসেবে বার্লিনালে ট্যালেন্ট ক্যাম্পাসে নির্বাচিত হন তিনি। এখানে চলচ্চিত্র সমালোচক হিসেবে অংশ নেওয়ার জন্য চলচ্চিত্র রিভিউ, ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ ও বিশ্লেষণী ক্ষমতা-এই তিন বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হয়। তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবির রিভিউ জমা দেন সাদিয়া খালিদ। সম্প্রতি ৭২তম কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে তাঁর ‘কান চলচ্চিত্র উৎসব: টিকে থাকার নীতিমালা’ বিষয়ে একটি লেখা দেন। সেই সঙ্গে নিজের বিশ্লেষণী ক্ষমতার সাক্ষ্য দিতে হলিউডে কীভাবে এশিয়ান ‘অন্য’দের ক্যাটাগরিতে পড়ল, এ বিষয়ে তাঁর বিশ্লেষণী লেখা জুড়ে দেন আবেদনপত্রের সঙ্গে। এ আয়োজনে ‘চলচ্চিত্র সমালোচক’ হিসেবে অংশগ্রহণ বিষয়ে সাদিয়া খালিদ বলেন, বাংলাদেশের চলচ্চিত্র সমালোচকের জন্য একটা আন্তর্জাতিক প্লাটফর্ম, যা কিছুদিন আগেও ভাবা যেত না। আমাদের নির্মাতারা আন্তর্জাতিকভাবে নিজেদের  যোগ্যতার প্রমাণ দিতে সমর্থ হয়েছেন। নির্মাতা তৈরি হলে তো সমালোচকদের জন্য দরজা খুলে যায়। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। কান, বার্লিন, বুসানসহ আন্তর্জাতিক সব চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে যাঁরা আসন নেন, তাঁরা তো মার্কিন বা ইউরোপীয়। তাঁরা সেই দৃষ্টিভঙ্গি দিয়েই ছবি যাচাই-বাছাই করবেন। এশিয়াকে এশিয়ার বাস্তবতায়  দেখার জন্য, বোঝার জন্য, বিচারের জন্য বাংলাদেশের চলচ্চিত্র সমালোচকের এ রকম প্ল্যাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে আন্তর্জাতিক উৎসবগুলোয় আমাদের ছবির সঠিক মূল্যায়ন হবে না। উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ৭২তম কান চলচ্চিত্র উৎসবে ফিপরেস্কির বিচারকের দায়িত্ব পালন করেছেন সাদিয়া খালিদ। আগামী ২২ থেকে ২৭ শে ফেব্রুয়ারি পর্যন্ত জার্মানির বার্লিনে চলবে বার্লিনাল ট্যালেন্ট-বিশ্ব চলচ্চিত্রকর্মীদের এই মিলনমেলা। এদিকে ২০১৯ সালের ডিসেম্বরেই সাদিয়া খালিদ ঘুরে এলেন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালা’ থেকে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় (ইউসিএলএ) চিত্রনাট্য নিয়ে পড়তে যাওয়ার আগে সাদিয়া খালিদ কাজ করেছেন দ্য ডেইলি স্টারে। লস অ্যাঞ্জেলেসে কাজ করেছেন ব্রুইন (ডিবি), এএমবিআই মিডিয়া গ্রুপে। এর মধ্যে জেসিআই ঢাকা কসমোপলিটনের মহাসচিবের দায়িত্বও পালন করেন। অংশগ্রহণকারীদেও ভেতর ১২৬ জন নারী আর ১২৩ জন পুরুষ। এই নারীদেও ভেতর ১৪ জন দক্ষিণ এশিয়া থেকে, তাঁদের ৭ জন ভারতীয়। পাকিস্তান থেকে অংশগ্রহণকারী আনাম আব্বাস প্রযোজক ও পরিচালক, নিদা এম আহমেদ পরিচালক ও সিনেমাটোগ্রাফার। এর আগে বাংলাদেশ থেকে  রেজওয়ান শাহরিয়ার, রুবাইয়াত হোসেন, কামার আহমাদ, আরিফুর রহমান, হুমাইরা বিলকিস, সৈয়দা নিগার বানু, বারকাত হোসাইন, নার্গিস আক্তার, ইশতিয়াক জিকোসহ ১২ জন নির্মাতা অংশগ্রহণ করেন বার্লিনাল ট্যালেন্টসের প্ল্যাটফর্মে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status