খেলা

‘কাল গরু চরাচ্ছিলাম, আজ আমি বিশ্বসেরা দলের কোচ’

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৯:০১ পূর্বাহ্ন

‘গতকাল আমি গরু চরাচ্ছিলাম আর আজ আমি বিশ্বসেরা দলের কোচ’- বার্সেলোনর নতুন কোচ হিসেবে যোগ দেয়ার পর এমন মন্তব্য কিকে সেতিয়েনের। আসলে কিকে সেতিয়েন স্পেনে একটি গবাদি পশু খামারের মালিক। টেলিফোনে মেসিদের কোচ হওয়ার খবরটি যখন পান তখন তিনি নিজের ফার্মে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত ছিলেন। তাই এমন রসিকতা নতুন বার্সা বসের। সাবেক দুই তারকা জাভি হার্নান্দেজ ও রোনাল্ড কোম্যানকে রাজি করাতে পারেনি বার্সেলানা। বিকল্প হিসেবে বেছে নেয় সাবেক রিয়াল বেতিস কোচ কিকে সেতিয়েনকে। বার্সার পজিশনাল ফুটবলের সঙ্গে বেশ মানানসই ৬১ বছর বয়সী সেতিয়েনের কোচিং দর্শন। অনেক জল্পনা-কল্পনার পর এর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে বার্সেলোনা। ভালভার্দের স্থলাভিষিক্ত হওয়া কিকে সেতিয়েন মঙ্গলবার আনুষ্ঠাানিক পরিচয় পর্বে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বার্সেলোনাকে নিয়ে তার লক্ষ্যের কথা। তিনি বলেন,‘ক্লাবকে ধন্যবাদ। আমি স্বপ্নেও ভাবিনি বার্সেলোনাকে কোচিং করাবো। প্রস্তাব পাওয়ার পর পাঁচ মিনিটও লাগেনি সম্মতি জানাতে। বার্সার কোচ হওয়ার প্রস্তাব আসবে এটা কল্পনাতেও আসেনি। কেননা আমার কোচিং ক্যারিয়ার অতটা সমৃদ্ধ নয়।’
তিনি আরো বলেন,‘ফলাফল কী হবে-এ ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছিনা। তবে দল ভালো খেলবে এর নিশ্চয়তা দিচ্ছি। আমরা হয়তো কিছু ক্ষেত্রে পরিবর্তন আনবো। তবে বার্সেলোনার ফুটবল দর্শন কখনো বদলাবেনা। এই ক্লাব সবসময় চায় উন্নতি করতে এবং আরো বেশি শিরোপা জিততে। ভালো ফুটবল খেলে জেতাই হবে আমাদের লক্ষ্য।’
ভালভার্দে অধীনে লা মাসিয়া থেকে খুব বেশি ফুটবলার একাদশে জায়গা করে নিতে পারেননি। সেতিয়েন অবশ্য বার্সা একাডেমির ফুটবলারদের বেশি সুযোগ দেয়ার পক্ষে। এ প্রসঙ্গে তিনি বলেন,‘লা মাসিয়া বিশ্বসেরা একাডেমি গুলোর মধ্যে অন্যতম। লা মাসিয়ার ফুটবলাররা দারুণ প্রতিভাবান। মূল দলের সাথে অনুশীলনের সুযোগ পাবে তারাও। নিজেদের প্রমাণ করতে পারলে একাদশেও খেলবে তারা।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status