দেশ বিদেশ

২৩ দিন পর ডাকসুতে নিজ কক্ষে ভিপি নুর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:১০ পূর্বাহ্ন

ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের হামলার শিকার হয়ে দীর্ঘ ২৩ দিন পর অবশেষে নিজ কক্ষ বুঝে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। গতকাল বিকালে নিজ কক্ষে প্রবেশ করেন তিনি। এতদিন তার রুমটি সিলগালা করে রেখেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল নিজ কক্ষে প্রবেশ করার সময় ভিপি নুরের সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। হামলায় তছনছ হওয়া ভিপির কক্ষটি ডাকসুর কর্মচারী ও ছাত্র অধিকার পরিষদের নেতারা পরিষ্কার করেন। এরপর নুর নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বলেন, গতকাল তদন্ত কমিটির প্রধান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন আমাকে ফোন দিয়ে চাবি নেয়ার জন্য বললেন। স্যার সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আজাদ ভাইয়ের কাছে চাবি দিলে আমরা তার কাছ থেকে সংগ্রহ করি।
তিনি বলেন, ২২শে ডিসেম্বর নিজের ও সহযোগীদের ওপর হওয়া হামলার বিষয়ে ভিপি নুরুল বলেন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাদের নেতৃত্বেই সেদিন আমাদের ওপর বর্বর হামলা হয়। সরকারের পক্ষ থেকে হামলার বিচারের আশ্বাস দেয়া হলেও আমরা দেখতে পাচ্ছি, হামলাকারীরা মধুর ক্যানটিনে বসে চা খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status