শিক্ষাঙ্গন

নোবিপ্রবির নতুন রেজিস্ট্রার ড. মো. আবুল হোসেন

নোবিপ্রবি প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ৭:২৪ পূর্বাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ও সাবেক প্রো ভিসি অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি অধ্যাপক মমিনুল হকের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি আগামী ১৬ই জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. আবুল হোসেন ১৯৫৪ সালের ১লা জুলাই লক্ষ্মীপুরের মহাদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে জাপানের ওসাকা ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, কাগোশিকা ও কিউশু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছাড়াও তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০১২ সালের মার্চ মাসে নোবিপ্রবিতে যোগদানের পূর্বে তিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা, গবেষণাসহ কর্মজীবনে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় জার্নাল, সাময়িকী ও সংবাদপত্রে তার প্রকাশিত গবেষণা ও অন্যান্য প্রকাশনার সংখ্যা প্রায় চার শতাধিক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status