বাংলারজমিন

শেরপুর ও কমলগঞ্জে মাছের মেলা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৫ জানুয়ারি ২০২০, বুধবার, ৮:৫৭ পূর্বাহ্ন

হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার এই তিনটি জেলার মোহনা হল শেরপুর। স্থানীয়দের দাবি- শেরপুরের এ মাছের মেলা দেশের সবচেয়ে বৃহত্তম। গতকাল শুরু হয়েছে এই মেলা। কুশিয়ারার তীরজুড়ে মাছের সহস্রাধিক দোকান। মেলায় মাছ ছাড়াও বেত-বাঁশ, কাঠ, লোহা ও মাটির তৈরি নানা রকম পণ্য, শিশুদের খেলনা, সবজি-আনাজ অনেক ধরনের লোকজ পণ্য, ফার্নিচার, কৃষি পণ্য, গৃহস্থালি সামগ্রী, নানা জাতের দেশীয় খাবারের দোকানসহ থাকে গ্রামীণ ঐতিহ্যের নানা রং ঢং আর প্রয়োজনীয় দ্রব্যের সহস্রাধিক দোকান বসে। মেলায় উঠে সিলেটের কুশিয়ারা, সুরমা ও মনু নদী, হাকালুকি, কাওয়াদিঘি ও হাইল হাওর ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য ব্যবসায়ীরা বাঘ, রুই, কাতলা, মৃগেল, চিতল, বোয়াল, গজার, আইড়সহ নানা জাতের দেশীয় প্রজাতির বিশাল বিশাল মাছ বিক্রির জন্য পসরা সাজান। সোমবার রাতে মেলা ঘুরে দেখা গেল মাছ বিক্রেতা আব্দুস ছালাম একটি আইড় মাছের দাম হাঁকছেন ১ লাখ ২৫ হাজার টাকা আর ক্রেতারা দর করছেন ৭০ হাজার টাকা। সাব্বির আহমদ একটি কাতলা মাছের দাম হাঁকছেন ১ লাখ ২০ হাজার টাকা। মো. তরিকুল ইসলাম রাজশাহী থেকে এসেছেন ও সিরাজগঞ্জ থেকে এসেছেন মো. আলতাফ মিয়া তারা দু’জনে মিলে প্রায় ৩০ লাখ টাকার কাতলা, রুই ও চিতল মাছ নিয়ে এসেছেন বিক্রির জন্য।
এদিকে কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, পৌষ-সংক্রান্তি উৎসব উপলক্ষে কমলগঞ্জের বিভিন্ন বাজারে বসেছে মাছের মেলা। মঙ্গলবার সকাল ১০টা থেকে কমলগঞ্জের ভানুগাছ, শমশেরনগর, আদমপুর ও মুন্সীবাজারে বসা বিশাল মাছের মেলায় বিভিন্ন জাতের বড় আকারের মাছ সাজিয়ে বসেন মাছ বিক্রেতারা। দুপুরে উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি মাছের দোকানে বড় আকারের মাছ সাজিয়ে রাখা হয়েছে। মেলায় উঠেছে বোয়াল, বাঘাইর, কালীবাউশ, রিটা, চিতল, রুই, কাতলাসহ সব ধরনের মাছ। ৫ কেজি ওজন থেকে শুরু করে ৩০ কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে মেলায়। সহজে হাটবাজারে পাওয়া যায় না- এমন মাছও সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রতিটি মেলায় বেশ চড়া দাম হাঁকাচ্ছেন মাছ-বিক্রেতারা। ভানুগাছ বাজারের মাছ-বিক্রেতা রাসেল মিয়া এবারের মেলায় ৩০ কেজি ওজনের কাতলা মাছ নিয়ে বসেছেন। তিনি মাছটির দাম হাঁকছেন ৪০ হাজার টাকা। ক্রেতারা ওই মাছ ২৫-৩০ হাজার টাকা বললেও তিনি মাছটি বিক্রি করেননি। ঝুলন নামে অপর ব্যবসায়ী ১৮ কেজি ওজনের বোয়াল মাছের দাম ৩০ হাজার টাকা হাঁকছেন। মাছটি ১৮-২০ হাজার টাকা বলার পরও তিনি বিক্রি করেননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status