বাংলারজমিন
রাবেয়া বাঁচতে চান
লালমোহন (ভোলা) প্রতিনিধি
২০২০-০১-১৫
রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন ওয়ার্ডের ৫ নং বেডে ভর্তি রয়েছে রাবেয়া বেগম। তিনি ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মৃত জেবল হকের কন্যা। জিভিএস ভাইরাসে আক্রান্ত হয়ে রাবেয়া শারীরিকভাবে নিস্তেজ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তেমন কথাও বলতে পারে না। হাত-পা অবশ হয়ে আসে। ২০১৭ সালের মার্চ মাসে আকস্মিকভাবে এ রোগে আক্রান্ত হয় রাবেয়া। এ দীর্ঘ সময় ধরে ভোলা হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, ঢাকার নিউরো সায়েন্স ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। অদম্য মেধাবী রাবেয়া বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কেমোথেরাপি নিয়ে সুস্থতার জন্য জীবনের সঙ্গে লড়াই করে গেছেন। এ অসুস্থতার মধ্যেও লেখাপড়া বন্ধ করেননি। বর্তমানে বরিশাল ল’ কলেজে অধ্যয়নরত রয়েছেন তিনি। তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বর্তমানে চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না তার পরিবারের দ্বারা। চিকিৎসায় একটি ইনজেকশনের দাম আসে প্রায় তিন লাখ টাকা। এ পর্যন্ত চারটি ইনজেকশন নিয়েছেন। আরো আটটি ইনজেকশন নেয়া লাগবে বলে ডাক্তার জানিয়েছেন। তিনি সবার সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখেন। যোগাযোগ: ০১৭২৬৫৬৮৩৯৮ (বিকাশ পারসোনাল), অ্যাকাউন্ট নম্বর: রাবেয়া বেগম সঞ্চয় হিসাব নং-এস.বি-১৪১৮১, কৃষি ব্যাংক, ভোলা শাখা।