খেলা

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ, টি-টোয়েন্টি আর টেস্টের সঙ্গে খেলবে ওয়ানডেও

স্পোর্টস রিপোর্টার

১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৭:৪৮ পূর্বাহ্ন

নানান জটিলতা কাটিয়ে অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (মঙ্গলবার) দুবাইয়ে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরও উপস্থিত ছিলেন এ সময়। সেখানেই চূড়ান্ত হয় বাংলাদেশের পাকিস্তান সফর। এ সফরে দুটি টেস্ট, একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তিন দফায় সম্পন্ন হবে বাংলাদেশের পাকিস্তান সফর।

প্রথমে ২৪-২৭শে জানুয়ারি পাকিস্তানে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর দেশে ফিরবে আসবে টাইগাররা। দ্বিতীয় দফায় বাংলাদেশ পাকিস্তানে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের প্রথম টেস্ট খেলার জন্য। ৭-১১ই ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্টটি। পাকিস্তান সুপার লীগ শেষ হওয়ার পর তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৩রা এপ্রিল করাচিতে খেলবে একমাত্র ওয়ানডে ম্যাচ। এরপর ৫-৯ই এপ্রিল করাচিতে দ্বিতীয় টেস্টে নামবে টাইগাররা।

বাংলাদেশের পাকিস্তান ট্যুরের সূচি
২৪শে জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টি (লাহোর)
২৫শে জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি (লাহোর)
২৭শে জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি (লাহোর)
৭-১১ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট (রাওয়ালপিন্ডি)
৩রা এপ্রিল: একমাত্র ওয়ানডে (করাচি)
৫-৯ এপ্রিল: দ্বিতীয় টেস্ট (করাচি)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status