বিনোদন
শখের নতুন
স্টাফ রিপোর্টার
২০২০-০১-১৪
দীর্ঘদিন পর আনিকা কবির শখ সম্প্রতি একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন । নাটকের নাম ‘বি পজিটিভ’। এখানে জনপ্রিয় মডেল নোবেলের বিপরীতে দেখা যাবে তাকে। ইতিমধ্যে নাটকটির শুটিং হয়েছে। সাব্বির চৌধুরীর গল্পে এটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ। আগামী ঈদুল ফিতরে আরটিভিতে দেখা যাবে নাটকটি। শখ বলেন, বেশ সুন্দর গল্পের একটি নাটক। নোবেল ভাইয়ের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।