শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
অনলাইন (১ বছর আগে) জানুয়ারি ১৩, ২০২০, সোমবার, ৩:১৪ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী দক্ষিণ চরহামুয়া এলাকায় খোয়াই নদীতে অজ্ঞাতনামা এক কিশোরের (১৪) লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আজ সকাল ১০ টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার লোকজন খোয়াই নদীতে ভাসমান লাশটি দেখতে পেয়ে ইউপি মেম্বারকে খবর দেয়। ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মেম্বার শামীমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় লাশটি হবিগঞ্জ সদর উপজেলার আওতাধীন স্থানে রয়েছে। তাই সদর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।
সূত্রে জানা যায়, নিহত কিশোরের বয়স আনুমানিক ১৪-১৫ বছর। তবে তারা শুনেছেন, তিনদিন আগে হবিগঞ্জ শহরে মাইকিং হয়েছে এই বয়সের একটি ছেলে হারিয়েছে। তাদের ধারণা লাশটি সেই কিশোরের হতে পারে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নদীতে লাশ ভাসছে।।