বিশ্বজমিন
টাইমস অব ইন্ডিয়ার খবর
মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের বাণিজ্যিক প্রতিশোধ
মানবজমিন ডেস্ক
২০২০-০১-০৯
কাশ্মীর ও ইসলামিক বিতর্কিত বক্তা জাকির নায়েকের বিষয়ে অবস্থান নেয়ার কারণে মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করছে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। একই সঙ্গে কুয়ালালামপুর থেকে ভারতে আসা পামওয়েল ও ইলেক্ট্রনি পণ্যের শিপমেন্টে আনুষ্ঠানিক চেক বা পরীক্ষা করার নীতি আরোপ করতে পারে সরকার। সরকারের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, পরিশোধিত, অশোধিত পামওয়েল ও বৈদ্যুতিক পণ্যের ওপর আমরা কিছুটা কঠোরতা অবলম্বন করতে যাচ্ছি। এ প্রক্রিয়ায় জড়িত হয়েছে বেশ কিছু মন্ত্রণালয়। অংশীদার কোনো দেশের বিরুদ্ধে এটাই হতে যাচ্ছে ভারতের প্রথম বাণিজ্যিক প্রতিশোধ।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, নাগরিকত্ব সংশোধন আইন, ধর্মীয় বিতর্কিত প্রচারক জাকির নায়েকের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ উস্কানিমুলক বক্তব্য দিয়েছেন বলে ভারতের ধৈর্য্যরে বাধ ভেঙে গেছে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, নাগরিকত্ব সংশোধন আইন, ধর্মীয় বিতর্কিত প্রচারক জাকির নায়েকের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ উস্কানিমুলক বক্তব্য দিয়েছেন বলে ভারতের ধৈর্য্যরে বাধ ভেঙে গেছে।