বাংলারজমিন
পরিচ্ছন্ন মীরসরাই গড়তে কাজ করছে একঝাঁক উদ্যমী তরুণ
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২০২০-০১-০৪
‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’- এই স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে একটি স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্ম বিডি ক্লিন-মীরসরাই শাখার কিছু সদস্য। পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মীরসরাইয়ের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন সংগঠনের সদস্যরা। তারা প্রতিদিন হাজার হাজার মেলায় আগত দর্শনার্থীদের ফেলে দেয়া বিভিন্ন আবর্জনা পরিষ্কার করে মেলা প্রাঙ্গণকে পরিচ্ছন্ন রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে করে মেলা প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় দর্শকরাও চলাফেরায় বাড়তি সুবিধা পাচ্ছে।
২০১৬ সালের ৩রা জুন বিডি ক্লিন এর যাত্রা শুরু হয় ঢাকায়। ইতিমধ্যে সংগঠনের সক্রিয় সদস্যদের সংখ্যা প্রায় লক্ষাধিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফরিদ উদ্দিন মিলন এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। ২০১৭ সালের ২৯শে অক্টোবর চট্টগ্রাম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরই মধ্যে কয়েক হাজার সদস্যও হয়ে গেছে চট্টগ্রাম আঞ্চলে এবং এই কয়েক বছরের মধ্যে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম দ্রুতই প্রসার লাভ করছে। তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন মীরসরাই উপজেলায় প্রধান সমন্বয়ক সাইফুর রহমান ফরহাদের হাত ধরে ২০১৯ সালের ২৪শে জুলাই ৫০ জন সদস্য নিয়ে উপজেলা কার্যক্রম শুরু করেন। প্রতিটি এলাকা নির্ধারণ করে তাদের পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত করণ অভিযান পরিচালনা করেন। এরই মধ্যে স্বেচ্চাসেবী এই সংগঠনটি বেশ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। বর্তমানে বিডি ক্লিন মীরসরাই উপজেলা শাখায় শতাধিক সদস্য রয়েছে।
বিডি ক্লিন মীরসরাই উপজেলার প্রধান সমন্বয়ক সাইফুর রহমান ফরহাদ বলেন, বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে সারা দেশব্যাপী অবিরাম কাজ করে যাচ্ছে সংগঠনের সদস্যরা। সব মানুষের যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা, মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পুুরো উপজেলায় পরিচ্ছন্ন কার্যক্রম ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমাদের টিম স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপনসহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করা। এটি একটি চলমান প্রাক্রয়া, অনেকদিনের এই বদ্যভ্যাস পরিবর্তন করতে একটু সময় লাগবে।
২০১৬ সালের ৩রা জুন বিডি ক্লিন এর যাত্রা শুরু হয় ঢাকায়। ইতিমধ্যে সংগঠনের সক্রিয় সদস্যদের সংখ্যা প্রায় লক্ষাধিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফরিদ উদ্দিন মিলন এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। ২০১৭ সালের ২৯শে অক্টোবর চট্টগ্রাম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরই মধ্যে কয়েক হাজার সদস্যও হয়ে গেছে চট্টগ্রাম আঞ্চলে এবং এই কয়েক বছরের মধ্যে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম দ্রুতই প্রসার লাভ করছে। তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন মীরসরাই উপজেলায় প্রধান সমন্বয়ক সাইফুর রহমান ফরহাদের হাত ধরে ২০১৯ সালের ২৪শে জুলাই ৫০ জন সদস্য নিয়ে উপজেলা কার্যক্রম শুরু করেন। প্রতিটি এলাকা নির্ধারণ করে তাদের পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত করণ অভিযান পরিচালনা করেন। এরই মধ্যে স্বেচ্চাসেবী এই সংগঠনটি বেশ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। বর্তমানে বিডি ক্লিন মীরসরাই উপজেলা শাখায় শতাধিক সদস্য রয়েছে।
বিডি ক্লিন মীরসরাই উপজেলার প্রধান সমন্বয়ক সাইফুর রহমান ফরহাদ বলেন, বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে সারা দেশব্যাপী অবিরাম কাজ করে যাচ্ছে সংগঠনের সদস্যরা। সব মানুষের যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা, মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পুুরো উপজেলায় পরিচ্ছন্ন কার্যক্রম ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমাদের টিম স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপনসহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করা। এটি একটি চলমান প্রাক্রয়া, অনেকদিনের এই বদ্যভ্যাস পরিবর্তন করতে একটু সময় লাগবে।