শেষের পাতা

জাপার ‘চিফ প্যাট্রন’ রওশন

স্টাফ রিপোর্টার

২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৯:১১ পূর্বাহ্ন

জাতীয় পার্টির সিনিয়র কোচেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক পদ দেয়া হচ্ছে। দলের মহাসচিব জানান, রওশন এরশাদ যতদিন জীবিত থাকবেন, ততদিন তিনি ‘চিফ প্যাট্রন’ বা  প্রধান পৃষ্ঠপোষক পদে থাকবেন। গতকাল জাতীয় পার্টির প্রেসিডিয়ামের বৈঠক শেষে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এ কথা জানান। আজ জাতীয় পার্টির নবম কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেখানকার পরিবর্তন প্রসঙ্গে মসিউর রহমান বলেন, এবারের মূল পরিবর্তন হচ্ছে, হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ চিফ প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন। দলে ওনার সম্মান থাকবে সর্বোচ্চ। মিটিং বা সাধারণ সভা সবখানেই ওনার এই সর্বোচ্চ সম্মানটা থাকবে। জাতীয় পার্টির মহাসচিব জানান, দলের চেয়ারম্যানও জানিয়েছেন, সব ক্ষেত্রেই রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের ঊর্ধ্বে থাকবে।

মসিউর রহমান বলেন, চেয়ারম্যানের কাছে দলের সর্বোচ্চ ক্ষমতা থাকবে। যত মিটিং হবে, তা তিনি প্রিসাইড করবেন। তবে যেহেতু হুসাইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী এখনো জীবিত, তাই তিনি যত দিন জীবিত রয়েছেন, তিনি চিফ প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টিও কোনো সিদ্ধান্ত এখন এককভাবে নেয়া হবে না বলে জানিয়ে মহাসচিব বলেন, একক সিদ্ধান্তে দল চলে না। এখন থেকে দলের সিদ্ধান্ত এককভাবে কেউ দেবেন না। দলের প্রেসিডিয়াম ও দলের কোচেয়ারম্যান যারা আছেন, সবাই মিলে দলের সিদ্ধান্ত দেবেন। চেয়ারম্যানও এককভাবে কোনো সিদ্ধান্ত দিতে চান না।

রওশন এরশাদের নতুন পদ চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্ব আরো বাড়াবে কি না জানতে চাইলে মসিউর বলেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। চিফ প্যাট্রন, চেয়ারম্যান ও মহাসচিব মিলে সিদ্ধান্ত গ্রহণ করবেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/ক উপধারায় দলের চেয়ারম্যানকে সর্বময় ক্ষমতার অধিকারী। তবে নবম কাউন্সিলে সেই ধারা বাতিল বা সংশোধন হচ্ছে না বলে জানান জাপার মহাসচিব। পার্টির গঠনতন্ত্রে আরো অনেক ধারায় পরিবর্তন আসতে পারে জানিয়ে তিনি বলেন, প্রেসিডিয়ামের সভায় দলের নেতারা পরিবর্তনের দাবি এনেছেন। চেয়ারম্যানকে পরিবর্তন, সংযোজন, পরিবর্ধনের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া জানান, জাতীয় পার্টিতে প্রেসিডিয়াম সদস্যসংখ্যা ৪১ রয়েছে। তবে তা কমিয়ে আনা হতে পারে এবং কাউন্সিলে চার-পাঁচজনকে দলের সিনিয়র কোচেয়ারম্যান ও কোচেয়ারম্যানের পদে আনা হতে পারে। জাতীয় পার্টি বেশ কয়েকটি সহযোগী সংগঠন কাউন্সিলে অঙ্গসংগঠনের স্বীকৃতি পাবে বলেও জানান জাপার মহাসচিব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status