শেষের পাতা

সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার

২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৯:১১ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। ক্যাম্পাসে ক্রিয়াশীল ১২টি ছাত্র সংগঠনের সমন্বয়ে এ জোট আত্মপ্রকাশ করেছে। গতকাল মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। আজ বিকালে রাজু ভাস্কর্য  থেকে সন্ত্রাসবিরোধী গণপদযাত্রা করবে সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য? নবগঠিত জোটভুক্ত সংগঠনগুলো হলো- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি আন্দোলন), বাংলাদেশ ছাত্র ফেডারেশন (বদরুদ্দীন উমর), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট ও ছাত্র গণমঞ্চ?
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ডাকসুর সমাজসেবা সম্পাদক ও কোটা সংস্কার আন্দোলনের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা আখতার হোসেন? নতুন জোটের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়? দাবিগুলো হলো, গত রোববার ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরসহ সব শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কার ও আইনানুগ বিচার, ‘ব্যর্থতার’ দায়ে প্রক্টরের অপসারণ, আহতদের বিরুদ্ধে হওয়া ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও আহতদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসনের বহন এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হলে হলে দখলদারি ও গেস্ট রুম নির্যাতন বন্ধ করা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status