খেলা

পার্থ টেস্টে আলোচনায় ‘কাঁচা মুরগি’

স্পোর্টস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৮:৪৫ পূর্বাহ্ন

পার্থ টেস্টের চতুর্থ দিনে আলোচনায় ‘কাঁচা মুরগি’। নিউজিল্যান্ড তখন সবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। হঠাৎ অপটাস স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠলো, ‘যারা আজ স্টেডিয়াম থেকে স্যান্ডউইচ, সালাদ অথবা চিকেন রোল কিনেছেন, তারা দয়া করে আউটলেটে ফেরত দিন।’ এরপরই খাবারের আউটলেটে ভিড় লেগে যায়। অপটাস স্টেডিয়ামের এক মুখপাত্র জানান, এদিন ২০ ধরনের খাবারে কাঁচা মুরগি পাওয়া যাওয়ার পর খাবার ফেরত নেয়ার ঘোষণা দেয় স্টেডিয়াম কর্তৃপক্ষ। তবে স্টেডিয়ামের খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসে মেতেছেন ক্রিকেটভক্তরা। সাবেক ক্রিকেটার ক্রিস স্টোকডেল টুইট করেন, ‘আজ মাঠে যত রান হবে তার চেয়ে বেশি রান (দৌড়) দেখা যাবে দর্শকদের মধ্যে।’ এ নিয়ে মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের মজার স্লেজিং করেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়নও। মাঠে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের উদ্দেশ্যে লায়ন বলেন, ‘তোমাদের লাঞ্চ মেন্যুতে কী ছিল। আশা করি, চিকেন নয়!’ লায়নের মন্তব্য ধরা পড়েছে স্টাম্পের পেছনে থাকা মাইক্রোফোনে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status