দেশ বিদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে- অমিত শাহ

কলকাতা প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:৫৭ পূর্বাহ্ন

সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধীদের প্রবল আক্রমণের মুখে বিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, বাংলাদেশ সহ প্রতিবেশী তিন দেশে সংখ্যালঘু নির্যাতন চলছে বলেই এই বিল আনতে হয়েছে। এবার বুধবার রাজ্যসভায় রোহিঙ্গাদের কেন এই বিলে অন্তর্ভুক্ত করা হয়নি এই সংক্রান্ত বিরোধীদের আক্রমণের মুখে ফের অমিত শাহ বাংলাদেশের উল্লেখ করেছেন। তিনি বলেছেন, রোহিঙ্গাদের অর্ন্তভুক্তির কথা বলছেন। কিন্তু রোহিঙ্গারা ভারতে সরাসরি আসেনি। তারা প্রথমে বাংলাদেশে এসেছে। এবং সেখান থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের ফলে বাংলাদেশে প্রবল প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগের মন্তব্যের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, বাংলাদেশে অন্য ধর্মের কেউ নির্যাতিত হয় না। পরে অবশ্য ভারত এক বিবৃতিতে নাগরিকত্ব বিলের ফলে হিন্দুদেও আসা বেড়ে যাবে কি না সেই প্রসঙ্গে জানিয়েছে, বাংলাদেশ থেকে ইতিমধ্যেই অধিকাংশ হিন্দু ভারতে চলে এসেছেন। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে হিন্দু নির্যাতনের হার অনেক কমে এসেছে। তাই এই পরিবর্তীত পরিস্থিতিতে নতুন করে ব্যাপক সংখ্যায় বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে আসার সম্ভাবনা খুবই কম। সেই সঙ্গে বলা হয়েছে, বিলে ভিত্তিবর্ষ করা হয়েছে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর। তাই এরপরে ভারতে এলে এই বিলের সুযোগ কেউ পাবেন না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status