খেলা

ম্যাচের আগে পারিশ্রমিক নিয়ে আক্ষেপ মুশফিকের

স্পোর্টস রিপোর্টার

১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

বিপিএলে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম। আগের ৬ আসরে দুরন্ত রাজশাহী, সিলেট সুপার স্টারস, রাজশাহী কিংস ও সিলেট রয়্যালসের হয়ে ৬৭ ইনিংসে করেছেন ১৭৮৩ রান।  তার সামনে সুযোগ তালিকার শীর্ষে থাকা তামিম ইকবালকে ছাড়িয়ে যাওয়ার। এবার বিশেষ আসর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিয়ার লীগ টি-টোয়েন্টিতে (বিপিএল) দেশসেরা এই উইকেটকিপার খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। দিবেন দলটির নেতৃত্বও। আজ বিপিএলের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৬টায় তার দল মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। গতকাল অনুশীলনে আসেন মুশফিক। তখন তাদের প্রতিপক্ষ চ্যালেঞ্জার্স মাঠের লড়াইয়ে ব্যস্ত। অনুশীলনের ফাঁকে মুশফিক কথা বলেন ম্যাচ ও দল নিয়ে। তার আক্ষেপ বিপিএলের এই আসরের পারিশ্রমিক নিয়ে। তবে তার আশা, পরের আসরে সেটিও ঠিক হয়ে যাবে। মুশফিক বলেন, ‘আমরা সব সময় প্রত্যাশা মতো পারিশ্রমিক পাই না। এবার তো অনেক তাড়াতাড়ি হয়েছে। ভাগ্য ভালো যে এবার খেলাটা হচ্ছে, সেটাই অনেক। আমরা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছি তারা সেভাবে আশ্বস্ত করেছেন। এরপর থেকে বেতন বা ভাতা আমরা ঠিকঠাক পাবো বলে আশা করি। আমরা সারা বছর খেলি, তারপরও দেখা যায় অনেকের থেকে আমরা কম পাচ্ছি যারা শুধু টি-টোয়েন্টি খেলে। এটা আমাদের জন্য ডিসক্রেডিট। বিশ্বে সব লীগে কিন্তু লোকাল খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক পান।’
তবে বেতন ভাতা বাড়াতে হলে নিজেদের পারফরম্যান্সেরও উন্নতি ঘটাতে হবে সেটিও স্বীকার করে নিয়েছেন দেশের সেরা ব্যাটসম্যান মুশফিক। তিনি বলেন, ‘আমি আশা করবো আমরাও যাতে এবার ভাল খেলা দেখাতে পারি যাতে করে আমাদের বেতনটা বৃদ্ধি পায়। আর পারিশ্রমিক বেশি হলেই যে আপনি দল পাবেন তা কিন্তু নয়। এবছর দেখেন অনেক ভালো ভালো খেলোয়াড়ও দল পায়নি। আমার মনে হয় সে দিকটা বিবেচনা করেই আমাদের এগুলো ঠিক করা উচিত। এছাড়াও এবছরের বিপিএলটা সবার জন্য অনেক চ্যালেঞ্জিং, তেমন আমার জন্যও।’ মুশফিক ও ঢাকা প্লাটুনের  তামিম ইকবালের  মধ্যে ব্যাট হাতে চলছে অলিখিত প্রতিযোগিতা। বিপিএলে ১৮২৫ রান করে শীর্ষে রয়েছেন দেশসেরা ওপেনার তামিম। তার চেয়ে ৪২ রান পিছিয়ে মুশফিক। আর সেটি মাথায় রেখেই বিপিএলে মাঠে নামবেন ছন্দে থাকা এই উইকেটকিপার-ব্যাটসম্যান। মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, হ্যাঁ- আমি বাংলাদেশের হয়ে কিংবা ডমেস্টিক-এ খেলি সবসময় রান পাবার চেষ্টা থাকে। আল্লাহর রহমতে ভালো ছন্দে আছি। চেষ্টা অবশ্যই থাকবে যাতে বিপিএলে এটার সর্বোচ্চ ব্যাবহার করতে পারি। আমাদের দলে আমি যেন ভালো একটা ভূমিকা রাখতে পারি। কারণ আমার পারফরমেন্স অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। আমরা যেন টিম হিসেবে ভালো করতে পারি সবাই একসঙ্গে।’
গতকাল বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম জয় দিয়ে শুরু করেছে। মুশফিকদের প্রতিপক্ষ দলটি নিজেদের শক্তি দেখিয়েছে সিলেট থান্ডারকে হারিয়ে। খুলনার অধিনায়ক অবশ্য নিজেদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি মনে করি কৃতিত্ব পুরোটাই আমার টিম ডিরেক্টর এবং এখানে যারা জড়িত ছিলেন, তাদের পাওয়া উচিত। কারণ খুব ভালো একটা দল আমাদের দিয়েছেন তারা। হয়তো বড় বড় নাম নাই কিন্তু যারা আছেন তারা টি-টোয়েন্টির জন্য খুবই ভালো খেলোয়াড়। এমনকি তারা গত বিপিএলগুলোতেও ভালো করেছেন। ফ্রাইলিংক আছেন, রাইলি রুশো আছেন, আমাদের যারা স্থানীয় আছে শফিউল, বিপ্লব, মিরাজ, শান্ত। ইনশাল্লাহ আমরা অনেক ভালো দল আর টি-টোয়েন্টিতে নিজেদের দিনে যারা ভালো করবে কাগজের কলমের থেকে তারা বেশি এগিয়ে থাকবে।’
অন্যদিকে বিপিএলকে তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগ হিসেবে দেখছেন মুশফিক। তিনি বলেন, ‘বিপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে অনেক তরুণ খেলোয়াড় উঠে আসে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি অনেক বড় একটি র্টুনামেন্ট। যারা এসএ গেমসে ছিলেন তারাও খেলার মধ্যে ছিলেন। আশা করি মানিয়ে নিতে সমস্যা হবে না। সবাই এখন একসঙ্গে অনুশীলন করছে। আমাদের টিমে তিনজন ছিল। ওরা তো কম্পিটিভ ক্রিকেট খেলেছে। যারা টিমে সুযোগ পাবে অবশ্যই ভালো করবার চেষ্টা করবে। আমাদের এমন কেউ নাই যে একাই জিতিয়ে দিতে পারবে। তাই পুরো টিম হিসেবে ভালো খেলার দিকে বেশি ফোকাস থাকবে। সবাই মিল সমষ্টিগত পারফর্ম করতে হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status