অনলাইন

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত-১, আহত ৩০

অনলাইন ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, ৭:১০ পূর্বাহ্ন

ঢামেক বার্ন ইউনিটে আহতদের চিকিৎসা চলছে। ছবি- জীবন আহমেদ

কেরানীগঞ্জের চুনখুটিয়া এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ৩০ জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আজ বিকাল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয়া র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভবন থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এসআই বাচ্চু মিয়া জানান, ২৫ থেকে ৩০ জনকে এখানে আনা হয়েছে। তারা চিকিৎসাধীন। আহতরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে। আহতরা হলো- লাল মিয়া, মেহেদী, দূর্জয়, সুজন, ওমর ফারুক, এহসান, রিয়াজ, জাকির, সোহাগ, মফিজুল, মোস্তাকিম, সালাউদ্দিন, আলম, সজল, ফিরোজ, আসলাম, ইমরান, দিদারুল, জিসান, রাজ্জাক, সোহান, ফয়সাল, বাবুল, জাহাঙ্গীর, বশির, খালেদ, শাখাওয়াত ও আবু সাইদ। এদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, আহত সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা সবাই কম-বেশি দগ্ধ হয়েছেন।

ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, আমাদের স্টাফদের ছুটি বাতিল করে রোগীদের সেবার জন্য উপস্থিত থাকার জন্য বলেছি। আমরা সবাই প্রস্তুত রয়েছি, তাদের সেবার জন্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status