খেলা

‘সাকিবকে মিস করবে বিপিএল’

স্পোর্টস রিপোর্টার

১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, ১:২৯ পূর্বাহ্ন

ক্যারিবিয়ান সুপার স্টার আন্দ্রে রাসেল মনে করছেন এবারের বিপিএলে সাকিবের অবাব অনুভূত হবে। এবারের আসরে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছে না বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। অপরদিকে এবার বিগ ব্যাশ লীগে না খেলে বিপিএলকে বেছে নিয়েছেন উইন্ডিজ এই অল রাউন্ডার। তিনি মনে করেন এই টুর্নামেন্টে বেশি মজা হয়। এবারের আসরে রাজশাহী রয়েলসের অধিনায়কত্ব করবেন রাসেল। তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের পাওয়ার হিটিংয়ের জন্য কিছু টিপসও শেয়ার করেছেন।
আইসিসির নিষেধাজ্ঞার জন্য ক্যারিয়ারে প্রথমবারের মতো বিপিএলে খেলতে পারছেন না সাকিব। ছয় আসরের তিনটিতেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সাকিবকে নিয়ে রাসের বলেন, ‘ পুরো বিপিএল সাকিবের অভাব অনুভব করবে। সে খুব ভালো একজন খেলোয়াড়। সে খুব স্মার্ট বোলার, ভালো ব্যাটসম্যান। বিশ্বকাপটা তার কেটেছে অসাধারণ।’ ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় ২০১৭ সালের এক বছরের নিষেধাজ্ঞা কাটান রাসেল। আর এবার আইসিসি’র দুর্নীতি দমন ইউনিট ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় সাকিবকে দিয়েছে এক বছরের নিষেধাজ্ঞা। এসব নিয়ে রাসেল বলেন, ‘সে এখনও বেশ তরুণ। আমিও এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলাম। দৃঢ়ভাবে ফিরে আসতে হবে আর সঠিক ব্যাপারগুলোতে মনোযোগী হতে হবে।’ সাকিব আগামী বছরের ২ শে অক্টোবর আবার ক্রিকেটে ফিরতে পারবেন।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না রাসেল। ড্রাফটের বাইরের খেলোয়াড় হিসেবে তার সঙ্গে চুক্তি করে দলে ভেড়ায় রাজশাহী। এবার রাজশাহী রয়েলসের নেতৃত্ব পাওয়া পেস বোলিং অলরাউন্ডার রাসেল বিপিএল নিয়ে বলেন, ‘ এই টুর্নামেন্টে বেশি মজা হয়। এটা সংক্ষিপ্ত তাই বেশি সময় বাড়ির বাইরে থাকতে হয় না। এখানে অনেক ভালোবাসা পাই। আতিথেয়তা এবং অন্য সব অসাধারণ। বিশ্বের এই প্রান্তে উষ্ণ অভ্যর্থনা মেলে। যখন আমি শুনলাম এটা হচ্ছে, দ্বিতীয়বার ভাবিনি। নতুন নিয়ম, নতুন দল, নতুন মালিক, নতুন ফ্র্যাঞ্চাইজি আমি এর অংশ হতে আগ্রহী ছিলাম।’
ক্যারিবিয়ানদের চেয়ে শক্তিতে বেশ পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। এ দেশের বেশিরভাগ খেলোয়াড় ছোটখাটো গড়নের। ফলে পাওয়ার ক্রিকেটে বেশ পিছিয়ে থাকতে হয়। কিভাবে তাদের শক্তি বাড়ানো যায়। তাই নিয়ে পরামর্শ দিলেন আন্দ্রে রাসেল। তিনি বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের আমি বলব বেশি করে ডাম্পলিং, মিষ্টি আলু ও কলা খেতে। এতে তারা শক্তিশালী হয়ে উঠবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status