বিনোদন

আলাপন

‘সব মিলিয়ে পছন্দ হলে সামনে জানাবো’

কামরুজ্জামান মিলু

১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

নায়িকা পূজা চেরি অভিনীত এ পর্যন্ত ‘নূর জাহান’, ‘পোড়ামন টু’, ‘দহন’, ‘প্রেম আমার টু’ নামে তিনটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরমধ্যে কলকাতায়ও দুটি সিনেমা তার মুক্তি পায়। রাজ চক্রবর্তীর প্রযোজনায় ‘নূর জাহান’ ও ‘প্রেম আমার টু’ নামে দুটি ছবিতে কাজ করেছেন পূজা। সম্প্রতি নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ ছবির কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। ইতিমধ্যে ছবিটির নতুন একটি অফিশিয়াল পোস্টার প্রকাশ হয়েছে। নতুন এ পোস্টারও আলোচনায় এসেছে। পোস্টারে একেবারে ভিন্ন এক পূজা চেরিকে দেখা যাচ্ছে। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, দর্শকদের ভয় দেখাতে চাই। তবে তা বাস্তবে না। সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার পর দর্শকরা তা বুঝতে পারবেন। এ সিনেমায় আমার চরিত্রটি মূলত সেই ধরনের। ভৌতিক গল্পের এ  সিনেমার শুটিংয়ের সময়ই আমি ভয় পেয়েছিলাম। এরইমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। একদিনের ডাবিং বাকি রয়েছে। তাহলে সব কাজ শেষ। ছবিটি নিয়ে আমি আশাবাদী। এ সিনেমায় পূজার বিপরীতে ছোট ও বড় দুই পর্দার অভিনেতা সজলকে দর্শকরা প্রথমবার দেখতে পাবেন। সিনেমাটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে পূজা-সজল ছাড়াও অভিনয় করেছেন রোশান, মুন প্রমুখ। এদিকে ‘শান’ নামেও একটি সিনেমার বেশকিছু অংশের কাজ শেষ করেছেন পূজা। এ ছবিতে তার নায়ক সিয়াম। নতুন এ সিনেমাটি পরিচালনা করছেন এম রহিম। পূজা চেরি বলেন, এরইমধ্যে ‘শান’ ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। গান এবং কিছু দৃশ্যায়ন বাকি আছে শুধু। ছবির গল্পটি দারুণ। ছবিতে অ্যাকশনও থাকছে। এ ছবিতে আমার মায়ের চরিত্রে অভিনয় করছেন অরুণা বিশ্বাস। দারুণ একজন মানুষ তিনি। তার সঙ্গে কাজ করাটা সত্যিই আমার মতো শিল্পীর জন্য সৌভাগ্যের বিষয়। এ ছবির বাকি কাজ জানুয়ারিতে শুরু হবে। ছবিতে আমার সহশিল্পী হিসেবে দর্শক সিয়াম ছাড়াও তাসকিনকে দেখতে পাবেন। ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া। অন্যদিকে নতুন দুটি ছবিতে অভিনয়ের ব্যাপারে পূজার সঙ্গে আলাপ করেছেন পরিচালক অনন্য মামুন। দুটি ছবিতেই তার অভিনয়ের বিষয়টি কি নিশ্চিত? জবাবে পূজা চেরি বলেন, আমি এখনো কোনো চুক্তিপত্রে সাইন করিনি। ছবি দুটির গল্প আমার ভালো লেগেছে। সব মিলিয়ে পছন্দ হলে সামনে জানাবো। দেখা যাক। এ বছর কোনো সিনেমা মুক্তি পায়নি পূজা চেরির। ‘জ্বীন’ ছবির শুটিং নিয়ে কেটেছে তার সময়। তাই বছর শেষে জানতে চাওয়া কেমন গেল চলতি বছরটা? জবাবে পূজা বলেন, ভালো কেটেছে। ‘জ্বীন’ এর মতো ভালো একটি সিনেমা নিয়ে কেটেছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি পাবে। প্রতি বছরই যে সিনেমা রিলিজ হতে হবে তা ভাবি না। এজন্য মন খারাপ হয়নি। আমি মনে করি, ভালো সিনেমা পেলে করবো। নাহলে মিডিয়ার সামনে যাবো না। দর্শক হতাশ করার মতো কাজ করতে চাই না। সব সময়ই ভালো গল্পের সিনেমায় কাজ করতে চেয়েছি। আর ভালো সহশিল্পীদের সঙ্গেও কাজ করার সুযোগ পেয়েছি আমি। তাহলে কি নায়ক নির্বাচনে কৌশলী হবেন পূজা? জবাবে এই অভিনেত্রী বলেন, ভালো গল্পের পাশাপাশি সহশিল্পী নির্বাচন করাটাও জরুরী। আর একটা সিনেমা নায়কের অভিনয়ের জন্য বা নায়িকার জন্যও ফ্লপ হতে পারে। তাই বুঝে শুনে কাজ করা উচিত। বর্তমানে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে পড়ছেন পূজা চেরি। অভিনয়ের পাশাপাশি নিয়মিত ক্লাস করেন বলে জানান তিনি। সামনে আরো ভালো কিছু কাজের প্রস্তাব পেয়েছেন এ অভিনেত্রী। সে কাজগুলো দর্শকদের উপহার দিতে চান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status