বিনোদন

অন্য পরিচয়ে

স্টাফ রিপোর্টার

১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৪৪ পূর্বাহ্ন


এবার অন্য এক পরিচয়ে নিজেকে তুলে ধরেছেন অভিনেত্রী ফারজানা ছবি। নারীদের নিয়ে নতুন একটি উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তিনি। ১৯৯৬ ও ৯৮ সালে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হয়েছেন, এমন নারীদের নিয়ে একটি প্ল্যাটফরম তৈরি করা হয়েছে। এর নাম ‘অনন্যা’। মূলত নারীদের পারস্পরিক সহযোগিতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে এ সংগঠনটি। এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন ছবি। তিনি বলেন, প্রতিটি নারীর তার নিজের জীবনকে দেখার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি সৃষ্টি হওয়া জরুরি। আর তা যদি দলগতভাবে হয় তবে তার ইতিবাচক প্রভাব হবে সুদূরপ্রসারী। তাই সামাজিক জাগরণ সৃষ্টিতে এ দলটির সঙ্গে আমি কাজ করছি। অদূর ভবিষ্যতে আমরা কিছু ইতিবাচক উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে চাই, যা শুধু এ দলটির মাঝেই সীমাবদ্ধ থাকবে না। বরং তা অন্য সুবিধাবঞ্চিত নারীদের সহযোগিতায় আলোকবর্তিকা হয়ে পাশে দাঁড়াবো। ছবি এ সময়ে অভিনয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক। উল্লেখযোগ্য কয়েকটি ধারাবাহিক হলো কায়সার আহমেদের ‘বকুলপুর’, ফরিদুল হাসানের ‘লাকি থার্টিন’ ও আকাশ রঞ্জনের ‘রসের হাঁড়ি’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status