বাংলারজমিন
নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে আইপিএস কারখানা ভস্মীভূত
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২০১৯-১২-০৮
ঢাকার নবাবগঞ্জের বলমন্তচর এলাকায় স্টেবলাইজার ও আইপিএস তৈরির কারখানা বোরাক ইলেকট্রনিক্স ভস্মীভূত হয়ে গেছে। গত শনিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যাবসয়ী। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে অনুর আইপিএস তৈরীর কারখানায় আগুন লেগে মুহূর্তে আগুন কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে দোহার ফায়ার সার্ভিসের দল ও এলাকাবাসীর যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কারখানার যন্ত্রপাতিসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কারখানার মালিক মনিরুল ইসলাম অনু জানান, অগ্নিকাণ্ডে স্টেবলাইজার, আইপিএস, কেবল ও মেশিনসহ সমস্ত মালামাল ভস্মীভূত হয়ে গেছে। এতে আমার ১০ লাখ টাকার লোকসান হয়েছে।