অনলাইন

খেলতে বাধা দেয়ায় থানায় শিশুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ৩:৪৮ পূর্বাহ্ন

মাঠে খেলতে বাধা দেয়ায় কয়েকজন নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন আবদুল কাদেরি নামে এক শিশু। ঘটনাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধমে ভাইরাল হয়েছে। শিশুটি নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং সদর ইউনিয়নের ঘিওন গ্রামের আবদুল কাদেরের ছেলে। তার অভিযোগের ভিত্তিতে জানা যায়, বৃহস্প্রতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাঠে খেলা করতে যান শিশু কাদেরিসহ তার বন্ধুরা।  এসময় পাশ্ববর্তীমহল্লার মমতাজ বেগম ও মাসুদা বেগম নামের দুই গৃহকর্মী। তারা অশ্লিল ভাষায় কাদেরীকে গালিগালাজ করে এবং মাঠে যেন আর খেলতে না আসে এ জন্য হুমকি দেয়। এরই প্রেক্ষিতে অভিযোগ দিতে নাচোল থানায় ছুটে যায় কাদেরী। সেখানে দায়িত্বরত ওসি (তদন্ত) মাহবুবুর রহমান তার অভিযোগটি শোনান। এসময় শিশু কাদেরি অঝোরে কাঁদতে থাকেন। ওসি ঘটনাটি বিস্তারিত শুনে ডেকে পাঠান অভিযুক্তদের। পরে উভয় পক্ষের কথা শুনে সমস্যার সমাধান করে দেন।  এতেই খুশি হয়ে বাড়ী ফিরে যান অভিযোগকারি শিশু কাদেরি। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান,এত ছোট বয়সে শিশুটি থানায় অভিযোগ করায় উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যায়। শিশুদের থানায় এসে অভিযোগ করা চাঁপাইনবাবগঞ্জে এটিই প্রথম ঘটনা। তার পরেও তার অভিযোগটি সমাধান করে দিতে পেরে উপস্থিত সবাই আনন্দিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status