তথ্য প্রযুক্তি

যাত্রা শুরু করল টেন্ডারবাজার.কম এর অ্যাপ

স্টাফ রিপোর্টার

২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৪:৫৪ পূর্বাহ্ন

অনলাইন ভিত্তিক দরপত্রের বাজার টেন্ডারবাজার.কম এবার এনেছে এন্ড্রোয়েড মোবাইল অ্যাপ। টেন্ডারবাজার.কম দশেরে আইসটিি প্রতষ্ঠিান সিনেসিস আইটি লমিটিডেরে একটি সেবা। বুধবার  সিনেসিস আইটির র্কপোরটে অফিসে টেন্ডারবাজার.কম এর মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই পাওয়া যাবে সকল পত্রিকায় প্রকাশিত দরপত্রের খবরাÑখবর। ক্যাটাগরি অনুযায়ী যে যার পচ্ছন্দসই টেন্ডার খুঁজে পাবে এই অ্যাপে। আছে দরপত্রের ছবি সংরক্ষণরে সুযোগ, এতে করে বাঁচবে সময় ও খরচ দুটোই। মোবাইলে চোখ বুলালেই যে যার প্রয়োজনমত জেনে নিতে পারবে দরপত্রের খবর। তারা টেন্ডার বিডার ও টেন্ডার ইনভাইটর উভয়ের জন্যই এ র্পযন্ত ১০ লাখ টেন্ডার সংরক্ষণ করেছে। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন টেন্ডার পোর্টাল হিসেবে ৯ বছর ধরে সেবা দিয়ে আসছে টেন্ডারবাজার.কম।

নতুন এই অ্যাপ নিয়ে টেন্ডারবাজার.কম এর হেড অফ অপারশেনস মো. গোলাম মোস্তফা সুমন বলেন, প্রয়োজনে তাৎক্ষনকি সেবা দিচ্ছে টেন্ডার বাজার। বিডার এবং ইনভাইটর উভয়কে সেবা দিতে রয়ছেে তাৎক্ষনকি ক্লায়েন্ট র্সাভসিরে সুবধিা ।  সিনেসিস আইটির জিএম এন্ড হেড অফ বিজনেস তানভীর আলম বলেন, সরকারের সাথে নাগরিকদের সুসম্পর্ক গড়ে তোলাই সিনেসিস আইটির মূল লক্ষ্য। খুব অল্প সময়ের মধ্য আইফোনেও নিজেদের জায়গা করে নিতে যাচ্ছে টেন্ডারবাজার.কম।  টন্ডোরবাজাররে পাশাপাশি সনিসেসি আইটি মূলত ই-গভারনন্সে, ই-হল্থে এবং কন্টাক্ট সন্টোর সলউিশনরে মাধ্যমে র্বতমান সরকাররে ডজিটিালাইজশেনরে স্বপ্নকে সামনে রখেে বৃহত্তর পরসিরে কাজ করে যাচ্ছ।ে    
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status