বাংলারজমিন

পদ্মা সেতুতে ১৭তম স্প্যান বসছে আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে

২৬ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:১৭ পূর্বাহ্ন

আজ বসছে পদ্মা সেতুর ১৭তম স্প্যান। ১৫০ মিটার দৈর্ঘর সেতুর ১৭তম (৪-ডি) পিয়ার ২২ ও ২৩-এর উপর স্থাপন করা হবে। এই স্প্যান বসানোর মাধ্যমে পদ্মার মূল সেতুর ২ হাজার ৫৫০ মিটার স্থাপন বা দৃশ্যমান হবে। এরআগে গত ১৯শে নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পিয়ার ১৬ ও ১৭-তে ১৬ তম (৩-ডি) স্প্যান বসানোর মাধ্যমে পদ্মার মূল সেতুর ২৪শ’ মিটার স্থাপন করা হয়। পদ্মা সেতুতে ৪২টি পিলারের ওপর বসানো হবে ৪১টি স্প্যান।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, ঘনকুয়াশা না থাকলে পদ্মার চর এলাকায় অস্থায়ীভাবে সংরক্ষিত মূল সেতুর ১৭তম স্প্যান (৪-ডি) পিয়ার-২২ এবং পিয়ার-২৩ এর উপর স্থাপন করা হবে। এতে মূল সেতুর ২৫৫০ মিটার স্প্যান স্থাপন হবে। পিয়ার-২২ এবং পিয়ার-২৩ প্রশাসনিকভাবে মাদারীপুর জেলায় অবস্থিত। পদ্মা সেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ এবং সেতুর আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪ শতাংশ। আগামী ২০২১ সালের জুন-জুলাই মাসে সেতুর সম্পূর্ণ কাজ শেষ হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status