অনলাইন
সামিট পাওয়ারের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
স্টাফ রিপোর্টার
২০১৯-১১-২৪
সামিট পাওয়ারের ২২তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষনা করা হয়। সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, টানা দুই বছর ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনের পর এইবছর ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে পেরে আমরা সন্তুষ্ট।
আজ কৃষিবিদ ইস্টিটিউটে সামিট পাওয়ারের বার্ষিক সাধারন সভায় এই ঘোষনা দেন তিনি। সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান বলেন, এই বছর সামিটের বিদ্যুৎ কেন্দ্রের সর্বোত্তম রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য সামিট পাওয়ার, ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ার্টসিলাকে, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎপাদন ক্ষমতা সাপেক্ষে এযাবৎকালের সর্ববৃহৎ সেবা চুক্তি (মেগাওয়াট উৎপাদনের দিক থেকে) প্রদান করেছে। এইসএলাইয়েন্স পাওয়ার লিমিটেডের প্রকল্প অর্থায়নের জন্য আমরা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা ৮০৫ মিলিয়ন সমমূল্যের মূলধন এবং ইডকল, আইসিডি, ওএফআইডি থেকে মার্কিন ডলার ৬৮.৬০ মিলিয়নদীর্ঘমেয়াদী ঋণ উত্তোলন করেছি। এছাড়া এই বৈদেশিক ঋণের লন্ডন আন্তব্যাংক সুদ হারের তারতম্য থেকে কোম্পানীকে সুরক্ষিত করার জন্য, আমরা সুদহার সোয়াপ (আইআরএস) সম্পাদন করেছি। আমরা কোম্পানীরজবাবদিহিতা এবং কাজেরঅধিকতরস্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেএন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি)বাস্তবায়িত করেছি। চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালকবৃন্দের মধ্যে ছিলেন আঞ্জুমান আজিজ খান, জাফর উম্মিদ খান, ফয়সাল করিম খান, আজিজা আজিজ খান, সৈয়দ ফজলুল হক, এফসিএ,হেলাল উদ্দীন আহমেদ, আরিফ আল ইসলাম এবংব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) প্রকৌশলী আবদুল ওয়াদুদ। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ সিদ্দীকী এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার অ্যান্ড কোম্পানির সেক্রেটারি স্বপন কুমার পাল এফসিএ-সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আজ কৃষিবিদ ইস্টিটিউটে সামিট পাওয়ারের বার্ষিক সাধারন সভায় এই ঘোষনা দেন তিনি। সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান বলেন, এই বছর সামিটের বিদ্যুৎ কেন্দ্রের সর্বোত্তম রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য সামিট পাওয়ার, ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ার্টসিলাকে, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎপাদন ক্ষমতা সাপেক্ষে এযাবৎকালের সর্ববৃহৎ সেবা চুক্তি (মেগাওয়াট উৎপাদনের দিক থেকে) প্রদান করেছে। এইসএলাইয়েন্স পাওয়ার লিমিটেডের প্রকল্প অর্থায়নের জন্য আমরা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর মাধ্যমে টাকা ৮০৫ মিলিয়ন সমমূল্যের মূলধন এবং ইডকল, আইসিডি, ওএফআইডি থেকে মার্কিন ডলার ৬৮.৬০ মিলিয়নদীর্ঘমেয়াদী ঋণ উত্তোলন করেছি। এছাড়া এই বৈদেশিক ঋণের লন্ডন আন্তব্যাংক সুদ হারের তারতম্য থেকে কোম্পানীকে সুরক্ষিত করার জন্য, আমরা সুদহার সোয়াপ (আইআরএস) সম্পাদন করেছি। আমরা কোম্পানীরজবাবদিহিতা এবং কাজেরঅধিকতরস্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেএন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি)বাস্তবায়িত করেছি। চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালকবৃন্দের মধ্যে ছিলেন আঞ্জুমান আজিজ খান, জাফর উম্মিদ খান, ফয়সাল করিম খান, আজিজা আজিজ খান, সৈয়দ ফজলুল হক, এফসিএ,হেলাল উদ্দীন আহমেদ, আরিফ আল ইসলাম এবংব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) প্রকৌশলী আবদুল ওয়াদুদ। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ সিদ্দীকী এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার অ্যান্ড কোম্পানির সেক্রেটারি স্বপন কুমার পাল এফসিএ-সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।