দেশ বিদেশ
৭১ শতাংশ লোক মারা যায় অসংক্রামক রোগে
ঢাকায় শুরু হয়েছে ‘আন্তর্জাতিক স্বাস্থ্যকর্মী সম্মেলন’
স্টাফ রিপোর্টার
২০১৯-১১-২৩
প্রতিবছর অসংক্রামক ব্যাধির কারণে বিশ্বব্যাপী প্রায় চার কোটি ১০ লাখ মানুষের মৃত্যু হয়। যা মোট মৃত্যুর শতকরা ৭১ শতাংশ। স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে বছরে ৩০ থেকে ৬৯ বছর বয়সী প্রায় দেড় কোটি মানুষের মৃত্যু হয় অসংক্রামক ব্যাধির কারণে। যার ৮৫ শতাংশেরও বেশি হলো ‘অকালমৃত্যু’। অসংক্রামক ব্যাধি এসব দেশগুলোতে দীর্ঘস্থায়ী দারিদ্র্য সৃষ্টি করে আর্থিক উন্নয়ন বাধাগ্রস্ত করে। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘দ্বিতীয় আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন-২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। আইসিডিডিআরবি, স্বাস্থ্য অধিদপ্তর, ব্র্যাক জেমস পি. গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ (জেপিজিএসপিএইচ) এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবছর সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো-‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে অসংক্রামক ব্যাধির নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সম্ভাবনা’। সম্মেলনের অন্যান্য প্রতিপাদ্য বিষয়গুলো হলো- স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের কর্মসূচি, কমিউনিটি স্বাস্থ্যকর্মী ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, শহরাঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান, দুর্যোগ-জলবায়ু পরিবর্তন ও মানবিক পরিস্থিতির মতো বিভিন্ন প্রেক্ষাপটে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের ভূমিকা, কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের কর্মসূচি এবং অসংক্রামক ব্যাধির প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। সম্মেলনে জানানো হয়েছে, বিগত ১০০ বছরে কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা সফলভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন, টিকাদান, সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষাদান এবং স্বাস্থ্য-সংক্রান্ত পরামর্শ সেবাদানের মতো গুরুত্বপূর্ণ কাজে অসামান্য অবদান রেখেছেন। তাদের এসব কাজের মাধ্যমে বিভিন্ন স্বল্প ও মধ্যম আয়ের দেশ সংক্রামক ব্যাধিজনিত মৃত্যুহার বিস্ময়করভাবে কমাতে সক্ষম হয়েছে। তবে সামপ্রতিক সময়ে রোগের ব্যাপকতা দ্রুত সংক্রামক থেকে অসংক্রামকের দিকে ধাবিত হওয়ার কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা চিন্তা-ভাবনা করছেন, কীভাবে অসংক্রামক ব্যাধি শনাক্তকরণ, রোগনির্ণয় ও চিকিৎসা এবং রোগ উপশমকারী সেবায় কমিউনিটি স্বাস্থ্যকর্মীদেরকে নিয়োজিত করা যায়। সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাসসের আলী। ২০১৭ সালে উগান্ডার কাম্পালায় ‘প্রথম আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন’ অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে ৩৫টি দেশ অংশগ্রহণ করেছে।