বাংলারজমিন

দুর্ঘটনায় নিহত ৭

১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ৯:০০ পূর্বাহ্ন

শরীয়তপুরে ৩
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার খেজুরতলা এলাকায় বাসখাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। গতকাল সকালে ৯টা দিকে  ডামুড্যা-শরীয়তপুর সড়কে একই উপজেলার খেজুরতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে গিয়ে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যায় আরও একজন। নিহতরা হলেন- ডামুড্যা  পৌরসভার কুলকড়ি গ্রামের খালেক মোল্যার ছেলে জুলহাস (৩০)সিড্যা গ্রামের নুরুজ্জামান মুন্সী ছেলে  মাহমুদ মুন্সী (৪৪) দক্ষিন ডামুড্যা গ্রামের তমিজদ্দিন পাইকের ছেলে ইয়াকুব (৭৮)। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ডামুড্যা হইতে শরীয়তপুরের শহরের দিকে রওয়ানা হয়ে খেজুরতলা নামক স্থানে পৌছাইলে বাস চালক নিয়ন্ত্র হারিয়ে সড়কের পার্শ্বে বাসটি খাদে পড়ে ঘটনা স্থালে মারা যান কামরুজ্জামান। আহত ইয়াকুব উন্নয়ত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার সময় পথে মারা যায়। উদ্ধার করতে এসে মারা যায় জুলহাস। ডামুড্যা থানার ওসি মেহদী হাসান জানান পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহদের উদ্ধার করি ও আহতদের বিভিন্ন হাসপাতালে র্ভতিকরা হয়েছে।
ঝিনাইদহে নারী
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ট্রাক চাপায় বুলু বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহা-সড়কের গোয়ালপাড়া বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত বুলু বৈগম শৈলকুপা উপজেলার বড়বাড়ী বগুড়া গ্রামের উসমান আলীর স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের উসমান আলী ও মসলেম উদ্দীন।
সাদুল্লাপুরে বৃদ্ধ
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর শহরে মোটরসাইকেলের ধাক্কায় খোকা মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের বুজরুক পাটানোছা গ্রামের মৃত্যু দিয়ানত উল্লার ছেলে।
রানীনগরে সাব-ইন্সপেক্টর
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে রেললাইনের পাশে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় রানীনগর থানার সাব ইন্সপেক্টর আক্তারুজ্জামান আকতার (৫৫) নিহত  হয়েছেন। গতকাল দুপুরে রানীনগর রেল স্টেশনের অদুরে ডাঙাপাড়া এলাকায় এইু দুর্ঘটনাটি ঘটে। বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আকতার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জে যুবক
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের  মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৫টায় শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের অদূরে পশ্চিম বড়চর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনের অদূরে পশ্চিম বড়চর নামক স্থানে পৌঁছলে অজ্ঞাতনামা এক যুবক  ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status