বিনোদন

বিজ্ঞাপনের মডেল হয়ে প্রশংসায় ভাসছেন শহীদুল্লাহ ফরায়জী

স্টাফ রিপোর্টার

১০ নভেম্বর ২০১৯, রবিবার, ৭:৫০ পূর্বাহ্ন

প্রথমবারের মতো বিজ্ঞাপনের মডেল হয়ে প্রশংসায় ভাসছেন জনপ্রিয় গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের ‘আবার দেখা’ শিরোনামের বিজ্ঞাপনটি কিছুদিন আগেই প্রচার শুরু হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। আর এতে কাজের জন্য কবি-সাহিত্যিক, শিল্পী-সুরকার, ছোট-বড় ও শুভাকাঙ্ক্ষী সকলের কাছ থেকে সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। ফরায়জী বলেন, সত্যি বলতে বিজ্ঞাপনটির যখন শুটিং করেছি তখন কাউকে বলিনি। আমি এক ধরনের লজ্জাবোধের মধ্যে ছিলাম। কে কি ভাবে সেই চিন্তা ছিল। কিন্তু এখন এটি প্রকাশের পর সবার কাছ থেকে অদ্ভূত সাড়া পাচ্ছি। যেখানে যাচ্ছি সবাই বিজ্ঞাপনটির কথা বলছেন। এভাবে দর্শক এটি গ্রহণ করবে ভাবতে পারিনি। এই সময়ে হঠাৎ বিজ্ঞাপনের মডেল হলেন কেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকে হয়তো ভাবতে পারেন মডেল হওয়ার জন্য বিজ্ঞাপনটিতে কাজ করেছি। আসলে আমি সেই রকম কোনো ভাবনা থেকে এটি করিনি। বিজ্ঞাপনটির বিষয়বস্তু বই। এছাড়া এ বিজ্ঞাপনে নৈতিকতাকে খুব সুন্দর ভাবে নির্মাতা তুলে ধরেছেন। আমিও শিল্প-সাহিত্যের মানুষ। তাই সেখান থেকে এ কাজটি করেছি। তবে এ বিজ্ঞাপনের মধ্য দিয়ে বুঝতে পারলাম আমাদের দর্শকদের রুচির দারুণ পরিবর্তন হয়েছে। শুধু গ্ল্যামার থাকলেই কোনো বিজ্ঞাপন জনপ্রিয়তা পায় না। এখন দর্শক বিজ্ঞাপনেও সুন্দর গল্প দেখতে চায়। একইসঙ্গে দেখতে চায় কে এটিতে কাজ করেছেন। যিনি কাজ করেছেন তার ব্যক্তিত্ব কেমন। গেল অক্টোবরে বরিশালে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এ বিজ্ঞাপনের জন্যই প্রথমবার বরিশালে যান ফরায়জী। এদিকে ফরায়জী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একটি কবিতার বই নিয়ে। আসছে বইমেলাতে প্রকাশ হবে তার প্রথম কবিতার বই।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status