বাংলারজমিন
সাংবাদিক বিজনকে হত্যার হুমকি নবীনগর প্রেস ক্লাবের মানববন্ধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২০১৯-১১-০৯
দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সাংবাদিক জাবেদ রহিম বিজনকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সভায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। পরে হুমকিদাতাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনেরও আয়োজন করে নবীনগর প্রেস ক্লাব। শুক্রবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। প্রবীণ সাংবাদিক আবু কামাল খন্দকার, প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, বিজয় টিভির প্রতিনিধি জালাল উদ্দিন মনির, মোহনা টিভির প্রতিনিধি সাইদুল আলম সোরাফ, বাংলা টিভি ও নৈনিক ভোরের পাতার প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, এশিয়ান টিভির প্রতিনিধি জ,ই বুলবুল এতে বক্তৃতা করেন।