বাংলারজমিন

আতাউরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

নরসিংদী প্রতিনিধি

৯ নভেম্বর ২০১৯, শনিবার, ৭:০৭ পূর্বাহ্ন

নরসিংদীর বানিয়াছল মাদ্রাসা দ্বীনিয়া ইসলামিয়া ও মসজিদ ঈদগাহ কমপ্লেক্স সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ আতাউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও অপপ্রচারের প্রতিবাদে সভা  করেছে এলাকাবাসী। গতকাল সকালে ঈদগাহ কমপ্লেক্স মাঠে এ সভা হয়। সভায় সুইডেন আওয়ামী লীগ সভাপতি  আতাউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।  সভায় নরসিংদীর বানিয়াছল মাদ্রাসা দ্বীনিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ হযরত মাওলানা আবু সালেহ বলেন, সুইডেন আওয়ামী লীগ সভাপতি ও নরসিংদী জেলা আওয়ামী লীগ সদস্য দানবীর আলহাজ্ব আতাউর রহমান দীর্ঘ ৩০ বছর ধরে সুইডেনে পরিবারসহ বসবাস করছেন। তিনি বৈদেশিক অর্থের মাধ্যমে দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আমাদের প্রতিষ্ঠানে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে জমি ক্রয়সহ ভবন নির্মাণ করে দেন। এলাকার অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সবসময় সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে আসছেন। একটি ষড়যন্ত্রকারী চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। আমরা আলেম সমাজসহ এলাকাবাসী এ ব্যাপারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হযরত মাওলানা আলী আহমদ হোসাইন বলেন, ২৭ বছর ধরে  দায়িত্ব পালন করে আসছি এবং ১৬ বছর ধরে তার বাড়িতে ভাড়া থেকেছি কোন দিন তার বিরুদ্ধে খারাপ কোন বদনাম শুনি নাই। তিনি গবির অসহায় মানুষকে সাহায্য করতে পছন্দ করেন। তিনি আমাদের মসজিদের জন্য  গোপনে ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। নরসিংদী দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল ও জেলা কওমি মাদ্রাসা বোর্ড-এর সভাপতি হযরত মাওলানা শওকত হোসেন সরকার বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আতাউর রহমানকে জড়িয়ে অপপ্রচার বন্ধ ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। আজমেরী জামে মসজিদ মোয়াজ্জিন হাফেজ নুরুল্লাহ বলেন, আমাদের মসজিদের সভাপতি হিসেবে দানবীর আলহাজ্ব আতাউর রহমান একজন ভাল মানুষ তার জন্য প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় দোয়া করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status