বিনোদন
মেয়ের কণ্ঠে বাবার গান
স্টাফ রিপোর্টার
২০১৯-১১-০২
বাবা আশিকুজ্জামান টুলুর গান কণ্ঠে তুললেন তারই মেয়ে রদিয়া। আর্ক ব্যান্ডের এই গানটির নাম ‘এমন একটা সময় ছিল’। বাপ্পী খানের কথায়, আশিকুজ্জামান টুলুর সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তৎকালীন অন্যতম সদস্য পঞ্চম। নব্বই দশকের শেষের দিকে প্রকাশিত এই গানটি পেয়েছিল দারুণ শ্রোতাপ্রিয়তা। এদিকে আশিকুজ্জামান টুলু এখন সপরিবারে বসবাস করছেন কানাডায়। সেখানে বসেই নিজের তৈরি গানটি এতবছর পর মেয়ের কণ্ঠে তুলে দিলেন তিনি। গানটি সম্প্রতি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।