বিনোদন
অপর্ণার ‘নীল মেঘ’
স্টাফ রিপোর্টার
২০১৯-১০-২৪
আরটিভিতে আগামীকাল রাত ৮টায় প্রচার হবে অপর্ণা ঘোষ অভিনীত নাটক ‘নীল মেঘ’। অঞ্জন আইচের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটিতে আরো অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, সীমানা, জিয়াউল হাসান কিসলু, টুটুল চৌধুরী, মাহবুব শাহীন, আল্পনা ফারিয়া, মন্নু হাজরা, হায়দার আহমেদ, মামুন, অমিত প্রমুখ।
গল্পে দেখা যাবে, মোনা হবু বরের সঙ্গে ঘুরতে আসে কোনো এক নির্জন হাউজিংয়ের ভেতরে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
গল্পে দেখা যাবে, মোনা হবু বরের সঙ্গে ঘুরতে আসে কোনো এক নির্জন হাউজিংয়ের ভেতরে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।