বাংলারজমিন
‘আনসার আল ইসলাম’র ৪ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২০১৯-১০-২২
সাভারের আমিন বাজার ও রাজধানীর গাবতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চারজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে জঙ্গি সংগঠনের বিভিন্ন উগ্রবাদী বই, বিভিও, কবিতা, বয়ান, লিফলেট, মোবাইল, ল্যাপটপ ও চাপাতি উদ্ধার করা হয়েছে। তারা শিগগিরই নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল রবিবার রাতে গাবতলী ও আমিনবাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- মানিকগঞ্জ জেলার মুফতি সাইফুল ইসলাম (৩৪), বি-বাড়ীয়া জেলার মো. সালিম মিয়া (৩০), মুন্সীগঞ্জ জেলার জুনায়েদ (৩৭), সুনামগঞ্জ জেলার আহম্মেদ সোহায়েল (২১)।