বাংলারজমিন

ময়মনসিংহে লাগেজে মিললো অজ্ঞাত মৃতদেহ

স্টাফ রিপোর্টার, (ময়মনসিংহ) থেকে

২০১৯-১০-২২

 সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ নগরীতে বোমা সন্দেহে ঘিরে রাখা লাগেজে মিললো অজ্ঞাতনামা এক পুরুষের টুকরো গলিত মৃতদেহ। গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত একটি রহস্যময় লাগেজকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী গতকাল সকালে বোমা ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে পুরুষের টুকরো লাশ পায়। পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজের কাছে রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের এক সদস্যের। পরে সন্ধ্যায় পুলিশকে জানান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র?্যাব-১৪ এর সিইও লে. কর্র্নেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা। জেলা পুলিশ জানান, বোমা সন্দেহে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। সকালে বোম ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা করে নিশ্চিত হন লাগেজে কোনো বোমা নেই। পরে লাগেজ খুলে অজ্ঞাত পুরুষ ব্যক্তির টুকরো মরদেহ পাওয়া যায়।

 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status