বাংলারজমিন

শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জারিগান ও পথনাটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২১ অক্টোবর ২০১৯, সোমবার, ৮:২৩ পূর্বাহ্ন

কন্যা শিশু ও নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, যৌন হয়রানি, লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণের সচেতনতামূলক জারিগান, পথনাটক প্রদর্শন ও রোড শো করা হয়েছে। সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অক্টোবর মাসের আগামী ২১, ২২, ২৩, ২৪ এই জারিগান পরিবেশন ও পথনাটক প্রদর্শন করা হবে। রোববার পথনাটক ও রোড শো করা হয় উপজেলার কালিঘাট ইউনিয়নে। বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স-এর আয়োজনে সাধারণ জনগণের সামনে জারিগান ও পথনাটক পরিবেশনা করার মাধ্যমে মানুষ সচেতন হচ্ছে। ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রকল্প কর্মকর্তা ও অফিস ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, বর্তমানে চলমান নারী ও কন্যা শিশুদের প্রতি নির্যাতন, সহিংসতা ও ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলছে। যার ধরন প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে এবং ভয়াবহ আকার ধারণ করেছে। ছেলে শিশু, প্রতিবন্ধী শিশুর প্রতিও ঘটছে ধর্ষণ, যৌন হয়রানি ও হত্যার মতো ঘটনা ঘটছে। জারিগান ও পথনাটকের মাধ্যমে খুব সহজেই মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা যায়। আমরা গত বৃহস্পতিবার আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করছি আমাদের এই সচেতনতামূলক জারিগান ও পথনাটকের মাধ্যমে জনগণ সচেতন হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status