খেলা

চলতি স্প্যানিশ লীগে প্রথম হারে দ্বিতীয় অবস্থানে রিয়াল

স্পোর্টস ডেস্ক

২০১৯-১০-২০

চলতি স্প্যানিশ লীগে নবম ম্যাচে এসে প্রথম হারের শিকার রিয়াল মাদ্রিদ। মায়ের্কোর মাঠে খেলতে নেমে ১-০ ব্যবধানে পরাজিত হয় লস ব্লাঙ্কোসরা। ২০০৯ সালের পর রিয়ালের বিপক্ষে প্রথম জয় পেলো দুর্বল মায়ের্কো। এরফলে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকলো রিয়াল।

গ্যারেথ বেল, লুকা মদ্রিচ, টনি ক্রুস সবাই ইনজুরি আক্রান্ত। চতুর্থ সন্তানের জন্ম উপলক্ষে নেই এডেন হ্যাজার্ডও। রিয়াল বস জিনেদিন জিদান তাই দ্বিতীয় সারির দল নামিয়েছে মায়ের্কোর বিপক্ষে। ছয় বছর পর স্প্যানিশ লীগে ফেরা মায়ের্কো অপেক্ষাকৃত দুর্বল রিয়ালের বিপক্ষে ৩৮০০ দিন পর জয় তুলে নিলো। ২০০৬ সালের পর ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে এটি তাদের প্রথম জয়।

ম্যাচের সপ্তম মিনিটে মায়ের্কোর আইভোরিয়ান ফরোয়ার্ড লাগো জুনিয়র কাউন্টার অ্যাটাকে রিয়ালের রক্ষণ ভেঙে এগিয়ে দেয় স্বাগতিকদের। শুরুতেই গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে রিয়াল। তবে অগোছালো আক্রমণ থেকে কোনো গোল আদায় করতে পারেনি তারা। প্রতিপক্ষের গোলরক্ষক মানোলো রেইনা দেয়াল হয়ে দাঁড়ায় রিয়ালের জন্য। ম্যাচের ৭৪ মিনিটে আলভারো ওদ্রিওসালো লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। এরপরেই করিম বেনজেমার শট বারে লেগে প্রতিহত হলে আর কোন সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল।
এই হারে ৯ ম্যাচশেষে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রিয়াল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status