খেলা

ভারতের সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে প্রতারণার মামলা

স্পোর্টস রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৩:৪৭ পূর্বাহ্ন

১৯৯৯ সালে ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ প্রভাকরের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার প্রভাকর, তার স্ত্রী এবং আরও দুই ব্যক্তির বিপক্ষে এ মামলা দায়ের করা হয়েছে।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, ‘লন্ডনে বসবাসরত সন্ধ্যা শর্মা প্রভাকরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ওই নারীর দাবি, দক্ষিণ দিল্লির সর্বপ্রিয়া বিহারে যে এপ্যার্টমেন্টে প্রভাকর থাকেন সেখানের দ্বিতীয় তলায় তারও একটি ফ্ল্যাট আছে। প্রভাকর জাল কাগজ-পত্রের ভিত্তিতে সন্ধ্যা শর্মার ফ্ল্যাট দখল করে তার এক বন্ধুকে থাকতে দিয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানালে তাকে চরম পরিণতির হুমকি দেয়া হয়। আর এজন্য সন্ধ্যা শর্মা প্রভাকরের বিরুদ্ধে প্রতারণা ও অনধিকার প্রবেশের মামলা দায়ের করেন।’

সন্ধ্যা শর্মার বরাতে জানা যায়, ১৯৯৫ সালে ফ্ল্যাটটি কিনেন সন্ধ্যা শর্মার স্বামী। ২০০৬ সালে লন্ডনে পুরোপুরিভাবে চলে যাওয়ার আগ পর্যন্ত তারা সেখানে থাকেন। এরপর তাদের আত্মীয়-স্বজন থাকতে শুরু করেন। গতবছর তারাও চলে গেলে ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। এরপরে প্রভাকরের বন্ধু তার সহযোগিতায় ফ্ল্যাটটি দখল করে নেন। সেপ্টেম্বরে সন্ধ্যা শর্মা দেশে এসে বাসায় ঢুকতে চাইলেও তাকে প্রবেশ করতে দেয়নি অনুপ্রবেশকারীরা। এ অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। মামলার পর প্রভাকরকে তলব করেছে পুলিশ। তবে সব অভিযোগ নাকচ করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।

৩৯ টেস্ট ও ১৩০ ওয়ানডে খেলা প্রভাকর ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন। এরপর বিভিন্ন রাজ্য দলে কোচিং করার পর ভারতের বোলিং কোচেরও দায়িত্ব পান। তিনি কংগ্রেসদের হয়ে রাজনীতিতেও জড়িয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status