শেষের পাতা

মুসা বিন শমসেরের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৯:০৯ পূর্বাহ্ন

কার্নেট ডি প্যাসেজ সুবিধায় আনা গাড়ি নিবন্ধন জালিয়াতির অভিযোগে মুসা বিন শমসেরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির  সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর পরিচালক মীর মো. জয়নুল আবেদীন মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, মুসা বিন শমসের ছাড়াও এ মামলায় আরো চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. আইয়ুব আনসারী (বর্তমানে ঝালকাঠিতে কর্মরত), গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান অটো ডিফাইন ও ফিয়াজ এন্টারপ্রাইজের মালিক মো. ওয়াহিদুর রহমান, মুসা বিন শমসেরের শ্যালক মো. ফারুক-উজ-জামান এবং কার্নেট ডি প্যাসেজ সুবিধায় গাড়ি আনা বৃটিশ পাসপোর্টধারী ফরিদ নাবির। মামলার এজাহার সূত্রে জানা যায়, কার্নেট ডি প্যাসেজ সুবিধায় বিনা শুল্কে রেঞ্জ রোভার জিপ বৃটিশ পাসপোর্টধারী ফরিদ নাবির এনে বিক্রি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অটো ডিফাইন ও ফিয়াজ এন্টারপ্রাইজের মালিক মো. ওয়াহিদুর রহমানের কাছে বিক্রি করেন। এরপর তা মুসা বিন শমসেরের কাছে বিক্রি করা হয়। মুসা বিন শমসের তার শ্যালক মো. ফারুক-উজ-জামানের মাধ্যমে জাল ও ভুয়া নথিপত্র তৈরি করে ভোলা বিআরটি অফিস থেকে রেজিস্ট্রেশন নম্বর বের করে। যেখানে বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. আইয়ুব আনছারী প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০১৭ সালের ৩১শে জুলাই ওই গাড়িতে দুই কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮৩৩ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে মামলা করেছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২০১৬ সালের মার্চে মিথ্যা তথ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রিন্স মুসার বিরুদ্ধে মামলা ও পরবর্তীতে চার্জশিট দেয় দুদক। সুইস ব্যাংকে ১২ বিলিয়ন মার্কিন ডলার কিংবা বাংলাদেশে ১২০০ বিঘা জমিসহ অন্যান্য সম্পদ থাকার সপক্ষে যথাযথ তথ্য দিতে পারেননি প্রিন্স মুসা। অথচ দুদকে পেশ করা সম্পদ বিবরণীতে এসব সম্পদের ঘোষণা দিয়েছেন। ২০১৫ সালের ৭ই জুন দাখিল করা সম্পদ বিবরণীতে আইনগত বাধা-নিষেধের অজুহাতে ওই যৌথ অ্যাকাউন্ট সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য দুদককে দেয়নি বলে মুসা উল্লেখ করেন?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status