বাংলারজমিন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:০২ পূর্বাহ্ন

গত বুধবার সৌদি আরবের মদিনার কাছে একটি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকার হাবিবউল্যাহ মিয়ার বড় ছেলে আব্দুল হালিম (৩০) ও মেজো ছেলে দ্বীন ইসলাম (২৫) মৃত্যুবরণ করেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ছোট ছেলে ইসলাম উদ্দিন। বুধবার বাংলাদেশ সময় ১১টার দিকে ছোট ছেলে ইসলাম উদ্দিন মোবাইল ফোনে তার পরিবারকে এ খবর জানান। এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠে। আশেপাশের শত শত লোকজন তাদের বাড়িতে সমবেদনা জানাতে আসেন। নিহতদের ভাই ইসলাম উদ্দিনের বরাত দিয়ে পিতা হাবিবউল্যাহ জানান, দীর্ঘ দিন ধরে তার ছেলে ছেলে আব্দুল হালিম, দ্বীন ইসলাম ও ইসলাম উদ্দিন জীবিকার তাড়নায় সৌদি আরবে বসবাস করে আসছেন। গত বুধবার কাজ শেষে জিহরা এলাকা থেকে মদিনা ফেরার জন্য তারা ওমরাহ যাত্রী বোঝাই একটি গাড়িতে চড়েন। তারাসহ মোট ৩৯ জন যাত্রী নিয়ে বাসটি গন্তব্যস্থলে আসতে ছিল। স্থানীয় সময় রাত ৭টার দিকে মদিনা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে হিজরা রোডে একটি  লোডারের সঙ্গে ধাক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হালিম ও দ্বীন ইসলামসহ ৩৫ যাত্রী মৃত্যুবরণ করেন। গুরুতর আহত হন ইসলাম উদ্দিনসহ আরো কয়েক জন। তাদের স্থানীয় আলহামনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ইসলাম উদ্দিনের কাছে দুর্ঘটনায় তার দুই ভাই হারানোর খবর শোনার পর পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status