দেশ বিদেশ

ইন্দোনেশিয়ায় বনে আগুন দেশজুড়ে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া

মানবজমিন ডেস্ক

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:৫৭ পূর্বাহ্ন

বনে আগুন থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি প্রদেশ। দেশটির সরকার ইতিমধ্যে এ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে। বাতাসের মানের অবনমন ঘটায় বন্ধ করে দেয়া হয়েছে সেসব প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দেশটিতে শুষ্ক মৌসুমে কৃষিকাজের জন্য বন ধ্বংস করা একটি সাধারণ ঘটনা। সেখান থেকেই এ বনে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা কয়েকটি প্রদেশে ধোঁয়া থেকে সাবধানে থাকতে সতর্কতা জারি করেছে। দেশটিতে কমপক্ষে ১৫৪৭টি স্থানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এগুলো ৬টি প্রদেশে অবস্থিত। তবে বাতাসের গতি পরিবর্তন হলে অন্যান্য প্রদেশগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মালয়েশিয়াও। গত মাসেও ইন্দোনেশিয়ার আগুনের কারণে মালয়েশিয়ার বাতাস বিষাক্ত হয়ে গেলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরুতে নিষেধ করা হয়েছে। বেরুনোর ক্ষেত্রে মুখে মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করা হয়েছে। মাঝে বাতাসের মানের উন্নয়ন হলে স্কুলগুলো খুলে দেয়া হয়েছিলো। তবে তা আবার বন্ধ করে দেয়া হয়। অবস্থা এখন আরো ভয়াবহতার দিকে মোড় নিতে শুরু করেছে।
গত কয়েক মাস ধরে ইন্দোনেশিয়া আগুনের বিরুদ্ধে লড়তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। এ ছাড়া কয়েক ডজন যুদ্ধ বিমান থেকে পানি ঢালা হচ্ছে। তবে তাতে পরিস্থিতির খুব উন্নয়ন হয়নি। ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা গত মাসে জানিয়েছে, তাদের এখন একমাত্র অপেক্ষা বর্ষাকালের জন্য। তবে ইতিমধ্যে দেশটির ৩ লাখ ২০ হাজার হেক্টর বন সমপূর্ণ পুড়ে গেছে। এ ক্ষতি প্রতিদিন বেড়েই চলেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status