বাংলারজমিন

গোপালপুরে আওয়ামী লীগ নেতার দখলকৃত পুকুর উচ্ছেদ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:২৪ পূর্বাহ্ন

উপজেলার নগদাশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে জগন্নাথবাড়ী মৌজার কইচা বিলের প্রায় ৬ একর জায়গা জবরদখল করে পুকুর খনন করে মাছ চাষ শুরু করে। কয়েক মাস আগে উপজেলা প্রশাসন আবুল হোসেনকে পুকুর থেকে উচ্ছেদ করে লাল নিশান টানিয়ে সীমানা চিহ্নিত করেন। পুকুরটির শ্রেণীভুক্ত নামা খাস থেকে সায়রামহলভুক্ত করার জন্য জেলা প্রশাসনের নিকট প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়। এজন্য পুকুরে নতুন করে মাছ না ছাড়তে তাকে নির্দেশ দেয়া হয়। কিন্তু আবুল হোসেন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই পুকুরে নতুন করে মাছ ছাড়েন এবং আরেকজনকে অবৈধভাবে লিজদেন। খবরটি জানতে পেরে টাঙ্গাইল  জেলা প্রশাসনের অনুমতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজা মাসুম প্রধান, সাংবাদিক এবং থানা পুলিশকে সঙ্গে নিয়ে পুকুরের সাকূল্য মাছ মেরে পরে সব মাছ ট্রাকে ভরে নগদাশিমলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো করা হয়।
এর মধ্যে গোপালপুর উপজেলার সকল এতিমখানার তালিকা তৈরি করা হয়। সেই তালিকা ধরে এক ট্রাক রুই-কাতলা, মৃগেল, পাঙ্গাস, শরপুঁটি মাছ এতিমখানার শিশু কিশোরদের মধ্যে বিতরণ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status