বাংলারজমিন

সিলেটে পরিবহন শ্রমিকদের শৃঙ্খলা ফেরাতে অভিযান

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:২৪ পূর্বাহ্ন

সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের শৃঙ্খলা ফেরাতে ও গুরুত্বপূর্ণ স্থানে যানজটমুক্ত করণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সকাল ১০টায় সিলেট সুনামগঞ্জ সড়কে তেমুখী পয়েন্টে ও মদিনা মার্কেট পয়েন্টে এ সচেতনতামূলক অভিযান চালান নেতৃবৃন্দ। সকাল থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-৭০৭ এর কার্যকরী সভাপতি জাকারিয়া আহমদ। এ সময় তাকে সহায়তা করেন জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সহ-সভাপতি আব্দুল হামিদ, তোফায়েল আহমদ, কার্যকরী সদস্য মো. আল আমিন, আম্বরখানা বাদাঘাট উপ-পরিষদের সভাপতি আব্দুল খালিক, সম্পাদক সেলিম আহমদ, আখালিয়া মদিনা মার্কেট আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আব্দুল হান্নান সহ স্থানীয় লাইনম্যানরা উপস্থিত  থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অভিযান শেষে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-৭০৭-এর কার্যকরী সভাপতি জাকারিয়া আহমদ বলেন, যেনতেন ভাবে নির্দিষ্ট স্থানে ছাড়া যাত্রী ওঠানামা থেকে বিরত থাকা ও গাড়ি দাঁড় না করানো, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করা, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোসহ গাড়ির যাবতীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্র সঙ্গে রাখা এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন ও উভয় স্থানে ইউনিয়নের পক্ষ থেকে ২ জন করে শৃঙ্খলায় নিয়োজিত জনবল বৃদ্ধি করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status