বাংলারজমিন

পটুয়াখালীতে এসিড মামলার বাদীকে ইয়াবা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:০৩ পূর্বাহ্ন

 চাঞ্চল্যকর এসিড মামলা থেকে রেহাই পেতে বৃদ্ধা নিলুফা ও তার পরিবারের সদস্যদের আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা ইয়াবা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছেন বৃদ্ধার ছেলে নান্নু ফকির। গতকাল বেলা ১১টায় পটুয়াখালী প্রেস ক্লা?বে সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের নান্নু ফকির তার লিখিত বক্তব্যে বলেন, ২০০৬ সালের ১লা মার্চ আসামি জাহাঙ্গীর হাওলাদার, সেলিম হাওলাদার ও আজিজ শরীফসহ অন্যরা মিলে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নান্নুর পরিবারের সদস্যদের উপর এসিড নিক্ষেপ করে। এসিড নিক্ষেপের ফলে নান্নুর মা নিলুফা বেগম, নানি গুলবানু, ভাইসহ কয়েকজন এসিডদগ্ধ হয়। এসিড আক্রান্তদের বরিশাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিছুদিন পর তার নানি গুলবানু (৮৫) চিকিৎসারত অবস্থায় মারা যান। এরমধ্যে কয়েকদফা মামলা করতে গেলে আসামিদের ভয়ভীতি ও হুমকি-ধমকির কারণে অসহায় পরিবারটি ১৩ বছরে কোনো মামলা করতে পারেনি। এমনকি আসামিদের ভয়ে ১৩ বছর এলাকা ছাড়া ছিল এসিডদগ্ধ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দীর্ঘ ১৩ বছর পর নান্নু ফকির সাবালক হলে চলতি বছরের ২৩শে সেপ্টেম্বর আদালতের নির্দেশে আসামিদের বিরুদ্ধে এসিড আইনে থানায় মামলা করেন নিলুফা বেগম। এ মামলার ১৮ দিন পর গত ১২ই অক্টোবর পরিকল্পিতভাবে ঘরে ইয়াবা রেখে নিলুফা বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক দিয়ে গ্রেপ্তার করায় আসামি থানার চৌকিদার জাহাঙ্গীর হাওলাদার, সেলিম হাওলাদার, আজিজ শরীফ, মজিদ শরীফখালেক পাহলান ও হাবিব ফকিরগং। নান্নু আরো জানান, এসিড মামলার আসামি আজিজ শরীফকে ওই মাদক মামলার প্রত্যক্ষদর্শী হিসেবে প্রধান সাক্ষী করা হয়েছে। তার অভিযোগ, আসামিরা এসিড মামলা থেকে রক্ষা পেতে এবং মামলাটি তুলে নিতেই পরিকল্পিতভাবে তার বৃদ্ধা মা নিলুফা বেগমকে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়। নিলুফা বেগম বর্তমান কারাগারে আহাজারি করে দিন কাটাচ্ছে। সংবাদ সম্মেলনে নান্নু ফকির তার মাসহ পরিবারের সদস্যদের নামে এসিড মামলার আসামিদের পরিকল্পিত ইয়াবা মামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে মিথ্যা ইয়াবা মামলা থেকে মুক্ত এবং এসিড মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status