বাংলারজমিন

‘আর কোনো পিতার কাঁধে সন্তানের লাশ বহনের দৃশ্য দেখতে চাই না’

বগুড়া প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:০২ পূর্বাহ্ন

‘আবরার ফাহাদের মতো আর কোন প্রাণ যাতে অকালে ঝরে না পড়ে আর কোন পিতার কাঁধে সন্তানের লাশ বহনের দৃশ্য আমরা আর দেখতে চাই না’। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বগুড়ায় মানববন্ধনে এমন কথা বলেন শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকরা। গতকাল সকালে সচেতন নাগরিক কমিটি সনাক এবং নর্থবেঙ্গল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বগুড়া পৃথকভাবে মানববন্ধন করে। তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বড়দের সাথে রাস্তায় দাঁড়িয়ে সহপাঠি হত্যার বিচার চাইছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় সচেতন নাগরিক কমিটি সনাকের বক্তারা দ্রুত খুনিদের বিচারের মুখোমুখি করার জোরদাবি জানান। সনাকের সভাপতি মাছুদার রহমান হেলাল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি বগুড়ার বিশিষ্ট কথা সাহিত্যিক এ. কে. এম. বজলুল করিম বাহার, সনাক সদস্য নুরুল আলম টুটুল, এলাক এর প্যানেল আইনজীবী গোলাম দস্তগীর, ইয়েস সহকারী লিডার সাঈদ আরশাদ, ইয়েস সদস্য নুরুন্নাহার, ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।
এদিকে নর্থবেঙ্গল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বগুড়ার মানববন্ধনে প্রকৌশলী এস.এম জিয়াউল হক আপেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সোহেল আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মাহবুব সাইদী প্রিন্স, সহ-সভাপতি আশরাফুল ও যুগ্ম সাধারন সম্পাদক রাজু আহম্মেদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status