শেষের পাতা

গণভবনে আবরারের বাবা-মা, দ্রুত বিচারের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা-মা। গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সাক্ষাতে প্রধানমন্ত্রী শোকাহত পরিবারটিকে সান্ত্বনা দেন। এ সময় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আবরারের মা রোকেয়া বেগম। সাক্ষাতে প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে আবরারের খুনিদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। গণভবন সূত্র জানায়, বিকাল পাঁচটায় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, মা রোকেয়া বেগম এবং ছোট ভাই আবরার ফাইয়াজ গণভবনে প্রবেশ করেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেন,অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, কোনও শান্ত্ব্তনাই আপনাদের যন্ত্রণা প্রশমন করতে পারবে না। কিন্তু সরকার এজন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণ করেছে। খুনিদের গ্রেপ্তার করেছে। দ্রুত তাদের বিচার শুরু হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে এরইমধ্যে আইনমন্ত্রীকে নির্দেশনা দেয়া হয়েছে। আবরার ফাহাদ ছিলেন বুয়েটের তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত ৭ই অক্টোবর বুয়েটের শের ই বাংলা হলে তাকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার পর ছাত্রলীগের ১৯ জনের নামে মামলা করেন আবরারের বাবা। ইতোমধ্যে ঘটনায় জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ১০ দফা দাবির প্রেক্ষিতে প্রথম ৫টি দাবি পুরনের নোটিশ জারি করেছে বুয়েট প্রশাসন। বাকি দাবি পূরণে আজ থেকে আবার আন্দোলন কর্মসূচি পালনের কথা জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status