বাংলারজমিন

উপজেলা, পৌর ও ইউপি নির্বাচন

২০১৯-১০-১৫

দেবপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে: নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মুহিত চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৪২৯০ ভোট পেয়ে বেসরকারী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য প্রয়াত চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ আলীর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন (চশমা) প্রতীক নিয়ে পান ৩৩১২ ভোট। এছাড়াও সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালাম আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৮ শত ভোট পেয়েছেন।
চাটখিলে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচেেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মাহমুদ হোসেন তরুণ (নৌকা) ৩৮৪৭ পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইমাম হোসেন টিপু (আনারস) ৭৭৬ ভোট পেয়েছেন।
কামারপাড়ায় সোহেল বিজয়ী
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন (ইউপি) সদস্য পদে উপনির্বাচনে মো. সোহেল রানা তালা প্রতীকে ৭০৭ ভোট পেয়ে সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিপি বেগম মোরগ প্রতীকে ৭০৪ ভোট পেয়েছেন।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status