বাংলারজমিন

নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৮:৫১ পূর্বাহ্ন

নবীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনে সচেতনতা ও ঐক্য প্রক্রিয়া নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌরসভার সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়ন সাংবাদিক তোফাজ্জল হোসেন। আয়োজিত সভায় ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনী প্রক্রিয়ায় নবীগঞ্জ প্রেস ক্লাব গঠন, নতুন সদস্য সংযোজন নিয়ে আলোচনা হয়। এছাড়াও স্থানীয় দৈনিক বিজয়ের প্রতিধ্বনীর নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ কর্তৃক জনৈক সাংবাদিক পরিবেশিত একটি খবরের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিয়ার করায় ক্ষমতাসীন বলয়ের প্রভাবশালী মহল কর্তৃক হুমকির ঘটনায় নিন্দা জ্ঞাপন করা হয়। সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এম এ বাছিত, এম এ আহমদ আজাদ, আবু তালেব সাংবাদিক মুরাদ আহমদ, আশাহিদ আলী আশা, শাহ সুলতান আহমদ, মো. সরওয়ার শিকদার, কিবরিয়া চৌধুরী, সলিল বরণ দাশ, সেলিম তালুকদার, আনিসুজ্জামান চৌধুরী রতন, আলমগীর মিয়া, এম. মুজিবুর রহমান, মহিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, হাবিবুর রহমান চৌধুরী শামীম, আলী হাছান লিটন, এটিএম জাকিরুল ইসলাম, মতিউর রহমান মুন্না, এম এ মুহিত, বুলবুল আহমেদ, শওকত আলী, মহিবুর রহমান চৌধুরী তছনু, ছনি চৌধুরী, নাবিদ মিয়া, এস এম আমির হামজা প্রমুখ। মতবিনিময় সভায় মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত দায়িত্বপালনে প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের সহায়তা চেয়েছেন কর্মরত সাংবাদিকবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status